Darjeeling Dist Assistant Teacher And Clerk Recruitment 2022-23 Notification Out Now
Contonment Board Office Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে তরফে Pharmacist, Assistant Teacher সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 06 টি শূন্য পদে নিয়োগ করা। আগ্ৰহী প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 20 জানুয়ারী 2023 তারিখ পর্যন্ত। আগ্ৰহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আরো বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিস দেখুন।
নিয়োগ সংস্থা | Contonment Board Office |
---|---|
পদের নাম | অ্যাসিস্টেন্ট টিচার, ক্লার্ক, মজদুর ও অন্যান্য |
মোট শূন্যপদ | 06 টি |
শিক্ষাগত যোগ্যতা | পদ অনুযায়ী |
আবেদন শেষ তারিখ | 20 জানুয়ারী 2023 |
স্থান | দার্জিলিং |
ওয়েবসাইট | lebong.cantt.gov.in |
দার্জিলিং জেলায় অ্যাসিস্টেন্ট টিচার, ক্লার্ক, মজদুর ও অন্যান্য পদে নিয়োগ ২০২৩
পদের নাম – Post Name
Contonment Board Office Recruitment 2022 এর তরফে যে সমস্ত পদে নিয়োগ করা সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।
মোট শূন্যপদ – Darjeeling Dist Assistant Teacher And Clerk Recruitment 2022 Total Vacancy
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সবমিলিয়ে মোট 06 টি শূন্য পদ রয়েছে। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে
পদের নাম | মোট শূন্যপদ |
Pharmacist | UR-1 |
Assistant Teacher | SC-1 |
Lower Division Clerk | UR-1 |
Forest Mali | UR-1 |
Safaiwala | ST-1 |
Mazdoor | UR-1 |
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
Contonment Board Office Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Pharmacist পদে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস, কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফার্মাসিস্টেটে ডিপ্লোমা করে থাকতে হবে এবং Assistant Teacher পদে আবেদন করা জন্য প্রয়োজনীয় উচ্চমাধ্যমিক পাস সহ B.Ed, B.El.Ed, D.El, DEd করে থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Forest Mali, Safaiwala, Mazdoor পদে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Lower Division Clerk পদে আবেদন করা জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – Age Limit
Contonment Board Office Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের সবোর্চ্চ বয়সসীমা 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন – Salary
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের প্রতিমাসে 17,000/- থেকে 74500 টাকা পর্যন্ত বেতন দেওয়া। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | বেতন (Salary)₹ |
Pharmacist | 28900 – 74500/- |
Assistant Teacher | 22700 – 58500/- |
Lower Division Clerk | 22700 – 58500/- |
Forest Mali | 17600 – 45200/- |
Safaiwala | 17000 – 43600/- |
Mazdoor | 17000 – 43600/- |
আবেদন পদ্ধতি – Darjeeling Dist Assistant Teacher And Clerk Recruitment 2022 Apply Process
Darjeeling Dist Assistant Teacher And Clerk Recruitment 2022 এর জন্য আগ্ৰহী প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে।একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এবং মুখ বন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে যে পদে আবেদন করবেন ওই পদের নাম।
আবেদন ফি – Application Fee
Forest Mali, Safaiwala এবং Mazdoor পদে আবেদন করার জন্য 500 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে, SC/ST এবং মহিলা পর্থীদের 250 টাকা আবেদন মূল্য প্রয়োজন।
এবং বাকি পদগুলির জন্য 1000 টাকা, SC/ST এবং মহিলা পর্থীদের 500 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Contonment Board Office, Lebong, Derjeeling, West Bengal – 734105
আবেদন শেষ তারিখ – Application Last Date
ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 20 জানুয়ারী 2023 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি – Selection Process

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 30.11.2022 |
আবেদন শুরু | 30.11.2022 |
আবেদন শেষ তারিখ | 20.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস – Download PDF
- আবেদনপত্র – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |