Darjiling DM Office Group-D Recruitment 2022: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার DM অফিসে District Child Protection Unit এর আন্ডারে Group-D এবং ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা চাকরি পার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে 4 টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে প্রতিমাসে 12,500 টাকা থেকে 13,500 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।
Darjiling DM Office Group-D Recruitment 2022 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | District Child Protection Unit |
পদের নাম | Group-D |
মোট শূন্যপদ | 4 টি |
বেতন | 12,500 – 13,500/- |
আবেদন মোড | অফলাইন |
স্থান | দার্জিলিং, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | darjeeling.gov.in |
দার্জিলিং জেলার DM অফিসে নিয়োগ ২০২২ | Darjiling DM Office Group-D Recruitment 2022
পদের নাম | Post Name
এখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জার্জিলিং জেলার DM অফিসে District Child Protection Unit এর আন্ডারে Group-D পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচে দেওয়া রয়েছে।
- বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)।
- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)।
- অর্ডারলি (Orderly)।
শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification
- বেঞ্চ ক্লার্ক: যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস। এবং কমপউটার এর সাধারণ ধারণা।
- লোয়ার ডিভিশন ক্লার্ক: যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস। এবং কম্পিউটার এর সাধারণ ধারণা।
- অর্ডারলি: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। প্রার্থীদের বাংলা অথবা নেপালি এবং হিন্দি ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে পারতে হবে।
বয়সসীমা | Darjiling DM Office Group-D Recruitment 2022 Age Limit
Darjiling DM Office Group-D Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
মোট শূন্যপদ | total Vacancy
এখানে সব মিলে মোট 4 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত নিচে দেওয়া রয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
বেঞ্চ ক্লার্ক | 1 টি |
লোয়ার ডিভিশন ক্লার্ক | 1 টি |
অর্ডারলি | 2 টি |
বেতন |District Child Protection Unit Group-D Salary
এখানে প্রতিমাসে 12,500 টাকা এবং 13,500 টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম | বেতন |
---|---|
বেঞ্চ ক্লার্ক | 13,500/- |
লোয়ার ডিভিশন ক্লার্ক | 13,500/- |
অর্ডারলি | 12,500/- |
আবেদন পদ্ধতি | How To Apply Darjiling DM Office Group-D Recruitment 2022
এখানে অনলাইন আবেদন এর সুবিধা না থাকায় পর্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ/আবেদন পত্র ডাউনলোড করতে হবে।
- তারপর আবেদন পত্রটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে।
- পোস্ট এর মাধ্যমে বা নিজে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents
- জন্ম প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড বা পেন কার্ড না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
- বাসস্থানের সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট (যে পদের ক্ষেত্রে প্রয়োজন)।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- রোগিন পাসপোর্ট সাইজ ফটো।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা
The District Child Protection Officer, District Child Protection Unit, Office Of The District Magistrate, Darjeeling, Kutchery Complex, Lebong Cart Road, Darjeeling, 734101.
আবেদনের শেষ তারিখ | District Child Protection Unit Group-D Application Last Date
আগ্রহী পার্থী এখানে আগামী 21 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া | District Child Protection Unit Group-D Selection Process
বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) এবং লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর যেসব প্রার্থী ওখানে পাস করবে, তাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
অর্ডারলি (Orderly) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 16.09.2022 |
আবেদন শুরু | 21.09.2022 |
আবেদন শেষ | 21.10.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিশ/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: darjeeling.gov.in
- আমাদের টেলিগ্রাম: Join Here Free
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
~
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
Darjiling DM Office Group-D Recruitment 2022 সম্পর্কিত প্রশ্নোত্তর

Darjiling DM Office Group-D Recruitment 2022 তে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
Darjiling DM Office Group-D Recruitment 2022 তে District Child Protection Unit এর আন্ডারে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অর্ডারলি পদে নিয়োগ করা হবে।
দার্জিলিং জেলার শিশু সুরক্ষা ইউনিটে Group-D আবেদন পত্র ডাউনলোড করবো কিভাবে?
দার্জিলিং জেলার শিশু সুরক্ষা ইউনিটে Group-D আবেদন পত্র এর ডাউনলোড লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
দার্জিলিং জেলার শিশু সুরক্ষা ইউনিটে Group-D পদে আবেদন শুরু কত তারিখ?
দার্জিলিং জেলার শিশু সুরক্ষা ইউনিটে Group-D পদে আবেদন শুরু 21 সেপ্টেম্বর 2022।
Darjiling DM Office Group-D Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?
Darjiling DM Office Group-D Recruitment 2022 তে আবেদন শেষ তারিখ হলো 21 অক্টোবর 2022।