রূপশ্রী প্রকল্পে ডাটাএন্ট্রি অপারেটর নিয়োগ 2022 | Data Entry Operator Recruitment 2022 Jhargram

Accountent and Data Entry Operator recruitment 2022 in Jhargram District: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাতে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই যে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে বিস্তারিত তথ্য ও নিচে অফিশিয়াল নোটিফিকেশন লিঙ্গ দেওয়া হয়েছে সেখানে থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
পদের নামডাটা এন্ট্রি অপারেটর, একাউন্টেন্ট
শিক্ষাগত যোগ্যতাগ্ৰাজুয়েশন পাস
মোট শূন্যপদ5 টি
আবেদন শেষ তারিখ15.07.2022
স্থানঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ
Join বাংলাপোর্টাল teligram channel

রূপশ্রী প্রকল্পে ডাটাএন্ট্রি অপারেটর নিয়োগ 2022 (Jhargram District Data Entry Operator Recruitment 2022)

পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল – ডাটা এন্ট্রি অপারেটর।

মোট শূন্যপদ ~ এখানে মোট শূন্য পদ রয়েছে 4 টি (OBC A- 1, UR EC-1,ST-1,SC E- 1)

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্ৰাজুয়েশন পাস ।এর সঙ্গে চাকরি প্রার্থীদের কম্পিউটারে মিনিটে 30 টি শব্দ টাইপ করা অজ্ঞিগতা থাকতে হবে।

বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে।বয়স ‌হিসাব করতে হবে 01/01/2022 তারিখ অনুযায়ী। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন।

বেতন ~ এখানে চাকরি করলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 11,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

রূপশ্রী প্রকল্পে একাউন্টেন্ট নিয়োগ 2022 (Jhargram District Accountent Recruitment 2022)

পদের নাম ~ এখানে Accountent পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ ~ এখানে 1 টি মাএ শূন্য পদ রয়েছে শুধু মাত্র SC চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস।

বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 40 বছর থেকে 64 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন ~ এখানে চাকরি করলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 15,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Jhargram District Rupashree Recruitment 2022 Apply Process)

আবেদন যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনের আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিক ভাবে ফিলাপ করে নিচে দেওয়া সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সুংযুক্ত করে সেটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানা পাঠাতে। এবং চাকরি প্রার্থীরা যে পদে আবেদন করবেন খামের উপর বড় হাতে লিখতে হবে।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • বয়সে প্রমানপএ
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • কম্পিউটার সার্টিফিকেট
  • 2 কপি পাসপোর্ট সাইজের ফটো ছবি

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ Rupashree Cell Office of the District Magistrate, Jhargram

আবেদন শেষ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 27.06.2022 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 15.07.2022 তারিখ। এবং আবেদন পত্র 4 টার মধ্যে পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত24.06.2022
আবেদন শুরু27.06.2022
আবেদন শেষ তারিখ15.07.2022
অফিশিয়াল নোটিসDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন