Delhi Sri Aurobindo College Recruitment 2023: পশ্চিমবঙ্গে দিল্লির শ্রী অরবিন্দ কলেজে Assistant Professor পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১১১ টি শূন্যপদ আছে। আগ্ৰহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Sri Aurobindo College |
পদের নাম | Assistant Professor |
মোট শূন্যপদ | ১১১ টি |
বেতন | Rs. ৫৭,৭০০/- |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
স্থান | দিল্লী |
ওয়েবসাইট | aurobindo.du.ac.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
শ্রী অরবিন্দ কলেজে নিয়োগ ২০২৩ (Delhi Sri Aurobindo College Recruitment 2023)
পদের নাম (Post Name)
Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে প্রার্থীদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Assistant Professor এবং প্রার্থীদের যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Botany
- Chemistry
- Commerce
- Computer Science
- Economic
- Electronics
- English
- Environmental Science
- Hindi
- History
- Mathematics
- Physics
- Political Science
- Sanskrit
- Zoology
মোট শূন্যপদ (Total Vacancy)
দিল্লির শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৩ তে সব মিলিয়ে মোট ১১১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ৫৫ শতাংশ নাম্বার নিয়ে ডিগ্ৰী, ইউজিসি,সি এসঅইআর, নেট পাশ করে থাকতে হবে।
বেতন (Salary)
Delhi Sri Aurobindo College Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৫৭,৭০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রথমে সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি (Application Fee)
দিল্লির শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৩ তে আবেদন করা জন্য UR/OBC/EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনে শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
দিল্লির শ্রী অরবিন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৩ তে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নাম্বারের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.১২.২০২২ |
আবেদন শুরু | ২৩.১২.২০২২ |
আবেদনে শেষ তারিখ | ২০.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- আবেদন লিঙ্ক – Apply Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
আরো পড়ুন ~
- পশ্চিবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- Jio কোম্পানিতে নিয়োগ – বাড়িতে বসে কাজ
- মাধ্যমিক পাসে HDFC ব্যাংকে নিয়োগ – ৪৫০০+ শূন্যপদ
- ২০২৩ সালের সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
FAQ
Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে Assistant Professor পদে নিয়োগ করা হচ্ছে।
Sri Aurobindo College নিয়োগ ২০২৩ তে মোট কত গুলি শূন্যপদ আছে?
Sir Aurobindo College নিয়োগ ২০২৩ তে মোট ১১১ টি শূন্যপদ আছে।
Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন?
Delhi Sri Aurobindo College Recruitment 2023 তে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।