Department of Agriculture & Farmers Welfare Recruitment 2023: কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কৃষি দপ্তরে চাকরির সূবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগ এবং কৃষক কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক প্রার্থী এখানে আগামী ১লা জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন। এখানে কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এই নিয়েই আজকের প্রতিবেদন।
নিয়োগ সংস্থা | Department of Agriculture & Farmers Welfare |
---|---|
পদের নাম | Assistant Soil Chemist |
মোট শূন্যপদ | ১ টি |
বেতন (₹) | ১৫,৬০০ – ৩৯,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাট |
ওয়েবসাইট | agricoop.nic.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ (Department of Agriculture & Farmers Welfare Recruitment 2023)
পদের নাম ~
এখানে ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং গুজরাটে কৃষি বিভাগ এবং কৃষক কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে Assistant Soil Chemist পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ ~
কৃষি বিভাগ এবং কৃষক কল্যাণ দপ্তর এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ~
যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রী করে থাকা প্রার্থীরা এখানে আবেদন যোগ্য বলে গণ্য হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা ~
০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী এখানে প্রার্থীরা সর্বোচ্চ ৫৬ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন ~
এখানে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সঙ্গে গ্রেড পে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

যেহেতু এখানে অনলাইনে আবেদন করার সুবিধা নেই, তাই প্রার্থীদেরকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটি একটি সাদা কাগজের উপর প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে নির্দিষ্ট সময়ে মধ্যে নিচের দেওয়া ঠিকানায় নিজে গিয়ে বা পোস্ট এর মাধ্যমে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~
To The Under Secretary, INM Division, Department of Agriculture & Farmers Welfare, Ministry of Agriculture & Farmers Welfare, Room No-573, A, Krishi Bhawan, New Delhi-110001
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মূল্য ধার্য করা হয়নি, তাই আপনারা এখানে কোনো রকম আবেদন মূল্য ছাড়াই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
কৃষি বিভাগ এবং কৃষক কল্যাণ দপ্তরে Assistant Soil Chemist পদে আবেদন করার শেষ তারিখ হলো ১লা জুলাই, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২.০৫.২০২৩ |
আবেদন শুরু | ০২.০৫.২০২৩ |
আবেদন শেষ | ০১.০৭.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: agricoop.nic.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |