পশ্চিমবঙ্গের DHFW তে কর্মী নিয়োগ। West Bengal DHFW Recruitment

পশ্চিমবঙ্গ রাজ্যের DHFW তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৯ টি পদে নিয়োগ করা হবে। আপনি যদি আগ্রহী পার্থী হয়ে থাকেন তবে মনে রাখবেন ৩ বা ৪ এই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের DHFWতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এখানে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী/মনোবিজ্ঞানী, মেডিকেল সামাজিক কর্মী,পুষ্টিবিদ ,এটেনডেন্ট, রাঁধুনি প্রভৃতি পদে নিয়োগ করা হবে ।

পশ্চিমবঙ্গের DHFW তে কর্মী নিয়োগ।

পশ্চিমবঙ্গের DHFW তে কর্মী নিয়োগ

পদের নামযোগ্যতাশূন্য পদ
রাধুনি (মহিলা) উচ্চ মাধ্যমিক পাস
অ্যাটেনডেন্ট (মহিলা) উচ্চ মাধ্যমিক পাস
পুষ্টিবিদ (মহিলা) BSC/MSc
ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী/মনোবিজ্ঞানী ডিপ্লোমা/পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি
মেডিকেল সামাজিক কর্মী গ্রাজুয়েট ডিগ্রি

বয়স সীমা ~

রাধুনি ও অ্যাটেনডেন্ট পদের জন্য বয়স সীমা রয়েছে ২০ থেকে ৪০ বছর এবং বাকি ৩ টি পদের জন্য বয়স সীমা রয়েছে ২১ থেকে ৪০ বছর। অফিসিয়াল নোটিস এর নিয়ম অনুযায়ী বয়স ছাড় দেওয়া হবে।

বেতন ~

প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন রয়েছে, রধুনির জন্য বেতন রয়েছে মাসে ৮,০০০ টাকা, অ্যাটেনডেন্ট এর মসে ৫,০০০ টাকা, পুষ্টিবিদ এর বেতন মাসে ২৫,০০০ টাকা, ক্লিনিক্যাল মনোবিজ্ঞানীর ৩০,০০০ ও মনোবিজ্ঞানীর বেতন ২৮,০০০ টাকা প্রতিমাসে এবং মেডিকেল সামাজিক কর্মীর বেতন রয়েছে মাসে ১৮,০০০ টাকা।

আবেদন পদ্ধতি (How To Apply)

সমস্ত আগ্রহী পর্থিদের নিজের সব ডকুমেন্ট এর জেরক্স ও তারসঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে ইন্টারভিউ এর স্থানে ৩ জানুয়ারি বা ৪ এই জানুয়ারি ২০২২ গিয়ে জমা করতে হবে। ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন এর ঠিকানা হচ্ছে “CMOH অফিস, বিষ্ণুপুর হেল্থ ডিস্টিক, ১ম. তলা মিটিং হল”।

নিয়োগ পদ্ধতি ( Selection Process )

আগ্রহী পর্থির ডকুমেন্ট সাবমিট বা ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় পদ অনুযায়ী ইন্টারভিউ ও পরীক্ষার জন্য নিদির্ষ্ট তারিখ দেওয়া হবে। পার্থীদের নিয়োগ করার জন্য শিক্ষাগত মান, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, ইন্টারভিউ এবং যেসব পদে অভিজ্ঞতা প্রয়জন তার মাধ্যমে নির্বাচন করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ২৮.১২.২০২১

আবেদন শুরু – উল্লেখ নেই

আবেদন শেষ – ০৩ বা ০৪.১২.২০২১

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস – Click Here

অফিসিয়াল ওয়েবসাইটClick Here

আমাদের টেলিগ্রামClick Here

আরো পড়ুন – বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2022 | West Bengal Government Jobs 2022

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment