পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ ২০২২-২৩ – ৩৯ টি শূন্যপদ| DHFWS Basirhat Recruitment 2022-23

DHFWS Basirhat Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে District Health Family & Welfare Samiti, Basirhat এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখনে ৩৯ টি ভিন্ন ভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্ধা হলেই এখানে আবেদন করতে পারবেন। DHFWS Basirhat Recruitment 2022-23 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health Family & Welfare Samiti, Basirhat
পদের নামParamedical Staff
মোট শূন্যপদ39 টি
বেতনRs.13,000 – 60,000/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhealth.gov.in
টেলিগ্রামJoin Here

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ ২০২২-২৩ (DHFWS Basirhat Recruitment 2022-23)

পদের নাম

এখানে District Health Family & Welfare Samiti, Basirhat এর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন Paramedical Staff পদে নিয়োগ করা হবে। নিচের তালিকায় পদের নাম দেওয়া হয়েছে।

  • Ophthalmic Assistant
  • Clinical Psychologist
  • Staff Nurse
  • Dental Hygienist
  • Psychlatric Nurse
  • Medical Officer
  • CHA (Urban)
  • Specialist
  • Laboratory Technician

মোট শূন্যপদ

DHFWS Basirhat Recruitment 2022-23 তে সব মিলিয়ে মোট 39 টি শূন্যপদ আছে। পদ ও শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

DHFWS Basirhat Recruitment 2022-23 তে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে আবেদন করার জন্য যথাক্রমে ডিপ্লোমা বা ডিগ্রি বা MBBS বা MD বা MS যোগ্যতার প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।

বয়সসীমা

Medical Officer এবং Specialist পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো 62 বছর এবং বাকি সব পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। এখানে OBC শ্রেণীর পার্থী 3 বছর এবং SC/ST শ্রেণীর পার্থী 5 বছর বয়স ছাড় পাবেন।

বেতন

পদ অনুযায়ী প্রতিমাসের বেতনের পরিমাণ নিচের সরণিতে উল্লেখ রয়েছে।

পদের নামবেতন (₹)
Ophthalmic Assistant18,000/-
Clinical Psychologist30,000/-
Staff Nurse25,000/-
Dental Hygienist22,000/-
Psychlatric Nurse25,000/-
Medical Officer60,000/-
CHA (Urban)13,000/-
Specialist3,000/Day
Laboratory Technician22,000/-

আবেদন পদ্ধতি – DHFWS Basirhat Recruitment 2022-23 Apply Online

District Health Family & Welfare Samiti, Basirhat তে Paramedical Staff পদে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার সঙ্গে যুক্ত আবেদনপত্র প্রিন্ট করতে হবে। তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে, এবং তার সঙ্গে ডকুমেন্ট এর অরিজিন্যাল কপি নিয়ে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর মার্কশিট।
  • বাকি সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)।
  • ভোটার কার্ড/আধার কার্ড/রেশন কার্ড/পেন কার্ড।
  • ২ কপি সম্প্রতি তোলা রঙিন ছবি।

ইন্টারভিউ-এর স্থান

Office of the CMOH, Basirhat Health District, Basirhat DH Compound, PO – Badartala, Basirhat – 743292

ইন্টারভিউ-এর সময় ও তারিখ

প্রতিটি পদের ইন্টারভিউ একই তারিখকে হবে না (৩,৪,৬ ও ৯ জানুয়ারি ২০২৩ সকাল ১১ টা)। কোন পদের ইন্টারভিউ কতো তারিখ হবে জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত13.12.2022
ইন্টারভিউ03.01.2023
04.01.2023
06.01.2023
09.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ ২০২২-২৩ – ৩৯ টি শূন্যপদ| DHFWS Basirhat Recruitment 2022-23”

Leave a Comment