DHFWS Cooch Behar MTS Recruitment 2023: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোচ বিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মধ্যমিক পাস যোগ্যতায় MTS এবং AYUSH MO পদে নিয়োগ করা হবে। DHFWS Cooch Behar MTS Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti, Cooch Behar |
---|---|
পদের নাম | MTS এবং AYUSH MO |
মোট শূন্যপদ | ০২ টি |
বেতন (₹) | ৫০০ – ১০০০/- (প্রতিদিন) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | কোচ বিহার, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখনে কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে MTS এবং AYUSH MO পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে উভয় পদে ০১টি করে শূন্যপদ রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে এখানে মোট ০২টি দেখুন আছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে এখানে MTS পদের জন্য আবেদন করতে পারবেন এবং AYUSH MO পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে DHFWS Cooch Behar MTS Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে MTS পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী পুরুষের চার দেওয়া হবে। AYUSH MO আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স সীমারেখা হয়েছে ৬৫ বছর। উভয়পদের ক্ষেত্রে ০১.০১.২০০৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করা হবে।
বেতন (Salary)
DHFWS Cooch Behar MTS Recruitment 2023-তে যে বেতনের পরিমাণ বলা হয়েছে তা নিচের চোখে দেওয়া হল।
পদের নাম | বেতন (₹) |
---|---|
AYUSH MO | ১০০০/- (প্রতিদিন) |
MTS | ৫০০/- (প্রতিদিন) |
আবেদন পদ্ধতি (Apply Process)
কোচ বিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে MTS ও AYUSH MO পদে আগের থেকে আবেদন করার প্রয়োজন নেই। এখানে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে এবং সঙ্গে বায়োডাটা নিয়ে নির্দিষ্ট তারিখে নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।

আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Meeting Hall-1, District Vaccine & Family Welfare Store, Office of the Chief Medical Officer of Health, N.N. Road (Besides Circuit House), Cooch Behar
ইন্টারভিউ এর তারিখ/সময়
এখানে ইন্টারভিউ এর সময় হলো ২৩এই ফেব্রুয়ারি ২০২৩ (সকাল ১০ টা)।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
DHFWS Cooch Behar MTS Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না ।এখানে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০.০২.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |