উচ্চমাধ্যমিক পাসে রাজ্যের সাস্থ্য দপ্তরে গ্রুপ-সি ও ডি পদে প্রচুর কর্মী নিয়োগ, ৩৫৮টি শূন্যপদ

DHFWS Hooghly Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে Staff Nurse, Laboratory Technician সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৩৫৮ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। Hooghly District Health Recruitment 2023-তে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করা পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health Family & Welfare Samiti, Hooghly
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ৩৫৮ টি
বেতন (₹)১৩,০০০ – ২৫,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানহুগলি, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhealth.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ (DHFWS Hooghly Recruitment 2023)

পদের নাম (Post Name)

হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

  • Staff Nurse
  • Laboratory Technician
  • Community Health Assistant
  • Specialist MO (Opthalmology)

মোট শূন্যপদ (Total Vacancy)

Hooghly District Staff Nurse Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩৫৮ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Staff Nurse, Community Health Assistant পদে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো নার্সিং কাউন্সিলর থেকে GNM কোর্স করে থাকতে হবে। Laboratory Technician পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে গনিত, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন বিষয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। Specialist MO (Opthalmology) তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এমবিবিএস ডিগ্ৰী অথবা অপথলামোলজি তে ডিগ্ৰী এবং প্রার্থীদের এক বছরের ইন্টার্নশিপ দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

Hooghly District Staff Nurse Recruitment 2023-তে Staff Nurse, Laboratory Technician, Community Health Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ম ২১ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। Specialist MO (Opthalmology) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা ৬৭ বছর বয়সে কম হতে হবে।

বেতন (Salary)

এখানে Specialist MO (Opthalmology) পদে নির্বাচন প্রার্থীদের দৈনিক ৩০০০/- টাকা সপ্তাহিক ৩ দিন বেতন দেওয়া হবে। এবং Staff Nurse, Laboratory Technician, Community Health Assistant পদে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Staff Nurse২৫,০০০/-
Laboratory Technician২২,০০০/-
Community Health Assistant১৩,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

DHFWS Hooghly Recruitment 2023

এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। এরপর সেটিকে সঠিক ভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট তারিখের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় নিজে গিয়ে অথবা পোস্ট এর মাধ্যমে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~

Chief Medical Officer Of Helth, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Hooghly District Staff Nurse Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ২৫ মে ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউ এর তারিখ ও অন্যান্য আপডেটের জন্য wbhealth.gov.in-তে নজর রাখতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪.০৫.২০২৩
আবেদন শুরু০৪.০৫.২০২৩
আবেদন শেষ২৫.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbhealth.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment