DHFWS Recruitment 2023: জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত – বেতন ১০ থেকে ৬০ হাজার

Purba Medinipur DHFWS Nandigram Recruitment 2023 Notification: পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে স্বাস্থ্য দপ্তরে ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ২০ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা DHFWS Purba Medinipur Recruitment 2023 তে কি ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health & Family Welfare Samiti (DHFWS), Purba Medinipur
পদের নামব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার সহ আরো অন্যান
মোট শূন্যপদ২০ টি
বেতন১০,০০০/- থেকে ৬০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানপূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.wbhealth.gov.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

নন্দীগ্রাম স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ (DHFWS Nandigram Recruitment 2023)

পদের নাম (Post Name)

Purba Medinipur Nondigram Chief Medical Officer Of Health Recruitment 2023 তে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Block Epidemiologist
  • Block Pablic Health Manager
  • Laboratory Technician
  • Block Data Manager
  • Medical Officer
  • Staff Nurse
  • ANM (Community Health Assistant – Urban)
  • Counsellor
  • Ophthalmist Assistant
  • Peer Support

মোট শূন্যপদ (Total Vacancy)

পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরে সব মিলিয়ে মোট ২০ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Block Epidemiologist২ টি
Block Public Health Manager২ টি
Laboratory Technician৪ টি
Block Data Manager২ টি
Medical Officer২ টি
Staff Nurse৩ টি
ANM (Community Health Assistant- Urbana)২ টি
Counsellor১ টি
Ophthalmist Assistant১ টি
Peer Support১ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

DHFWS Nandigram Recruitment 2023 তে প্রার্থীরা আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে – Block Epidemiologist পদে প্রার্থীরা M.SC ডিগ্ৰি করে থাকতে হবে ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Ph.D/M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে।Block Public Health Manager পদে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্ৰি। করে থাকতে হবে এবং জনস্বাস্থ্য বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে। ল্যাবরেটরি Technician পদের প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীরা যো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্ৰি অথবা ডিপ্লোমা করে থাকতে হবে। Block Data Manager পদে প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ও কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে। Medical Officer পদে প্রার্থীরা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্ৰি করে থাকতে হবে। Staff Nurse, Community Health Assistant পদে প্রার্থীরা (GNM/B.SC) ডিগ্ৰি করে থাকতে হবে এবং প্রার্থীদের স্থানীয় ভাষায় কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে। Counselor পদে প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং বাংলা, ইংরেজি, হিন্দি ভাষার কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে। Opthalmologist Assistant,Peer Support পদে প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং Opthalmist Assistant পদের প্রার্থীদের ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Peer Support পদের প্রার্থীদের ইংরেজি ভাষায় কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে Block Epidemiologist, Block Data Manager, Community Health Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২১ থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। Block Public Health Manager, Counsellor, Peer Support পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। Laboratory Technician, Staff Nurse পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ১৯ থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। Medical Officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে। Opthalmist Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ১৮ থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

DHFWS Nandigram Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন
Block Epidemiologist৩৫,০০০/-
Block Public Health Manager৩৫,০০০/-
Laboratory Technician২২,০০০/-
Block Data Manager২২,০০০/-
Medical Officer৬০,০০০/-
Staff Nurse২৫,০০০/-
Community Health Assistant১৩,০০০/-
Counsellor২০,০০০/-
Opthalmist Assistant১৮,০০০/-
Peer Support১০,০০০/-

আবেদন পদ্ধতি (DHFWS Nandigram Recruitment 2023 Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে www. wbhealth.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সঠিক ভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

DHFWS Nandigram Recruitment 2023

আবেদন ফি (Application Fee)

এখানে আবেদন করা জন্য সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০/- টাকা ধার্য করা হয়েছে এবং ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০.০১.২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৩.০২.২০২৩ তারিখ পর্যন্ত। প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

DHFWS Nandigram Recruitment 2023 তে প্রথমে প্রার্থীর বাছাই করা হবে। তারপরে লিখিত পরীক্ষা জন্য ডাকা হবে যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ জন্য ডাকা হবে তারপরে প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৯.০১.২০২৩
আবেদন শুরু২০.০১.২০২৩
আবেদনে শেষ তারিখ০৩.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment