DHFWS Paschim Medinipur Recruitment 2023: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-তে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে LDA, GDA এবং একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। এখানে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী ও যোগ্য পার্থী সরাসরি ইন্টারভিউ এর স্থানে উপস্থিত থাকলেই হবে। DHFWS Paschim Medinipur LDA GDA Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | DHFWS Paschim Medinipur |
---|---|
পদের নাম | LDA, GDA এবং একাউন্টেন্ট |
মোট শূন্যপদ | ৪টি |
বেতন (₹) | ৮,০০০ – ১২,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইটে | wbhealth.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-তে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-তে LDA, GDA এবং একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। LDA – ১ টি শূন্যপদ, GDA – ২ টি শূন্যপদ এবং একাউন্টেন্ট – ১ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা (DHFWS Paschim Medinipur Recruitment 2023 Educational Qualification)
DHFWS Paschim Medinipur Recruitment 2023 তে আবেদন করার জন্য আপনাকে রিটার্ড সরকারি কর্মচারী হতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়সসীমা (Age Limit)
DHFWS Paschim Medinipur LDA GDA Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৬২ বছর।
বেতন (Salary)
এখানে প্রতিমাসে ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে। পদ ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
LDA | ১০,০০০/- |
GDA | ৮,০০০/- |
Accountent | ১২,০০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে আগের থেকে আবেদন করার প্রয়োজন নেই। প্রথমে নিশ্চয়ই অফিসে নোটিশ ডাউনলোড করে আপনি তোদের জন্য যোগ্য কিনা তা যাচাই করে দেখুন। আপনি যদি এই পরের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে অফিসের বিজ্ঞপ্তিতে দেওয়া ইন্টারভিউ এর তারিখ ও ঠিকানায় প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউ এর স্থান
Zilla Swasthya Bhawan, Saratpally, Paschim Medinipur-721101
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৩.০১.২০২৩ |
ইন্টারভিউ | ৩১.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- বিজ্ঞপ্তি প্রকাশিত: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: wbhealth.gov.in
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- পশ্চিবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- Jio কোম্পানিতে নিয়োগ – বাড়িতে বসে কাজ
- মাধ্যমিক পাসে HDFC ব্যাংকে নিয়োগ – ৪৫০০+ শূন্যপদ
- ২০২৩ সালের সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |