জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৪ আগস্ট পর্যন্ত

DHFWS Purba Bardhaman Yoga Instructor Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে Yoga Instructor পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৬০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health & Family Welfare Samiti (DHFWS), Purba Bardhaman
পদের নামYoga Instructor
মোট শূন্যপদ৬০ টি
বেতন (₹)৫,০০০ – ৮,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানপূর্ব বর্ধমান
ওয়েবসাইটwbhealth.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

পদের নাম

পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটি হলো – Yoga Instructor

মোট শূন্যপদ

DHFWS Purba Bardhaman এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৬০ টি শূন্য রয়েছে। এখানে Yoga Instructor (Male) পদে ৩০ টি শূন্যপদ রয়েছে এবং Yoga Instructor (Female) পদে ৩০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/ ডিগ্ৰি কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির Yoga Instructor পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এখানে Yoga Instructor (Male) এবং (Female) পদে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Yoga Instructor (Male)৮,০০০/-
Yoga Instructor (Female)৫,০০০/-

আবেদন পদ্ধতি

পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে Yoga Instructor পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে wbhealth.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদন মূল্য

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির Yoga Instructor পদে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ জুলাই ২০২৩ তারিখ এবং আবেদন চলবে আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে Yoga Instructor নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬.০৭.২০২৩
আবেদন শুরু২৬.০৭.২০২৩
আবেদন শেষ১৪.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbhealth.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment