DHFWS Job Vacancy: মাধ্যমিক পাসে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ – মোট ৩২ টি শূন্যপদ

DHFWS Purba Medinipur Job Vacancy 2023: পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এর পক্ষ থেকে একটি নতুবা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ৩২ টি নবজাত সহায়িকা, STLS, TB-HV,জেলা পরামর্শক NCD এবং কমিউনিটি হেলথ নার্স পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।আগামী ১৮.০৩.২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। DHFWS Purba Medinipur Job Vacancy 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য নিন্মে প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health & Family Welfare Samiti (DHFWS)
পদের নামNavjaat Sahayika, STLS, TB-HV, District Consultant NCD, Community Health Nurse
মোট শূন্যপদ32 টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানপূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটpurbamedinipur.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ ২০২৩ (DHFWS Job Vacancy 2023)

পদের নাম (Post Name)

এখানে নবজাত সহায়িকা, STLS, TB-HV, জেলা পরামর্শক NCD, কমিউনিটি হেলথ নার্স পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (DHFWS Purba Medinipur Job Vacancy 2023)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ৩২ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Navjaat Sahayika5 টি
STLS (NTEP)1 টি
TB-HV (NTEP)1 টি
District Consultant NCD-I(NTCP)1 টি
Community Health Nurse1 টি
Clinical Psychologist (NMHP)2 টি
Psychiatric Nurse1 টি
Laboratory Technician-SNCU1 টি
Hospital Attendant (NPHCE)2 টি
Sanitary Attendant (NPHCE)2 টি
Multi Rehabilitation Worker (NPHCE)11 টি
Specialist (Medicine) Part Time Basis1 টি
Specialist (Paediatrics) Part Time Basis1 টি
Specialist (G&O) Part Time Basis1 টি
Specialist (Ophthalmologist) Part Time Basis1 টি
মোট৩২ টি

শিক্ষাগত যোগ্যতা (DHFWS Purba Medinipur Job Vacancy 2023 Educational Qualification)

এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যেকোনো স্বীকৃতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং কিছু পদের ক্ষেত্রে DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

DHFWS Job Vacancy 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন বয়সসীমা প্রয়োজন। বয়সসীমা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিন্মে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে।

পদের নামসর্বোচ্চ বয়সসীমা
Navjaat Sahayika25 বছর
STLS (NTEP)40 বছর
TB-HV (NTEP)40 বছর
District consultant NCD-I(NTCP)40 বছর
Community Health Nurse (NMHP)40 বছর
Clinical Psychologist (NMHP)40 বছর
Psychiatric Nurse(NMHP)40 বছর
Laboratory Technician-SNCU40 বছর
Hospital Attendant (NPHCE)40 বছর
Sanitary Attendant (NPHCE)40 বছর
Multi Rehabilitation Worker (NPHCE)40 বছর
Specialist (Medicine) Part Tine Basis62 বছর
Specialist (Paediatrics) Part Time Basis62 বছর
Specialist (G&O) Part Time Basis62 বছর
Specialist (Ophthalmologist) Part Time Basis62 বছর

বেতন (Salary)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৮,০০০/- টাকা থেকে শুরু করে ৪০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য প্রতিমাসে বেতনের পরিমান আলাদা। বিস্তারিত জানতে DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি (DHFWS Purba Medinipur Job Vacancy 2023 Apply Process)

DHFWS Purba Medinipur Job Vacancy 2023

আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১৮ ই মার্চ ২০২৩ এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট purbamedinipur.gov.in – এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতির ব্যাপারে আরও বিস্তারিত জানতে DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য General Category প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে এবং OBC/SC/ST প্রার্থীদের ৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের শেষ তারিখ (DHFWS Purba Medinipur Job Vacancy 2023 Last Date)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি পদের আবেদনের শেষ তারিখ আগামী ১৮ ই মার্চ ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (DHFWS Purba Medinipur Job Vacancy 202 Selection Process)

DHFWS Job Vacancy 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার পরেই মেরিট লিস্ট প্রকাশিত হবে, মেরিট লিস্টে নাম থাকলেই ইন্টারভিউ এ ডাক পাবেন। নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৩.০৩.২০২৩
আবেদন শুরু০৪.০৩.২০২৩
আবেদন শেষ১৮.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “DHFWS Job Vacancy: মাধ্যমিক পাসে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ – মোট ৩২ টি শূন্যপদ”

Leave a Comment