জেলা স্বাস্থ্য সমিতিতে মেডিক্যাল অফিসার, নার্স ও অ্যাসিসটেন্ট পদে নিয়োগ | DHFWS Recruitment 2022-23 Cooch Behar

DHFWS Recruitment 2022-23 Cooch Behar: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার স্বাস্থ্য দপ্তরে তরফে Ophthalmic Assistant, District Consultant সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 09 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আগ্ৰহী প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 23 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health & Family Welfare Samiti, Cooch Behar
পদের নামমেডিক্যাল অফিসার, নার্স, অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য
মোট শূন্যপদ09 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইনে
স্থানকোচ বিবার, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhealth.gov.in
টেলিগ্রামJoin Here

কোচবিহার জেলা স্বাস্থ্য সমিতিতে নিয়োগ ২০২২-২৩ | DHFWS Recruitment 2022-23 Cooch Behar

পদের নাম – Post Name

Cooch Behar DHFWS Recruitment 2022 এর তরফে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে

  • Ophthalmic Assistant
  • District Consultant
  • Medical Officer
  • Community Health Assistant
  • Staff Nurse

মোট শূন্যপদ – Total Vacancy

এখানে সবমিলিয়ে মোট 09 টি শূন্য পদ রয়েছে এবং সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Ophthalmic Assistant02 টি
District Consultant01 টি
Medical Officer02 টি
Community Health Assistant02 টি
Staff Nurse02 টি

শিক্ষাগত যোগ্যতা – DHFWS Recruitment 2022-23 Cooch Behar Educational Qualification

DHFWS Recruitment 2022-23 Cooch Behar এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের Ophthalmic Assistant পদে উচ্চমাধ্যমিক পাস এবং 2 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। District Consultant পদে আবেদন করা জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্ৰী এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Medical Officer পদে আবেদন করা জন্য এমবিবিএস পাস এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Community Health Assistant পদে আবেদন করা জন্য ANM/GNM পাশ‌ এবং বাংলা ভাষার অভিজ্ঞতা থাকতে হবে। Staff Nurse পদে আবেদন করা জন্য GNM পাশ‌ এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – DHFWS Recruitment 2022-23 Cooch Behar Age Limit

DHFWS Cooch Behar Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Community Health Assistant ও Staff Nurse পদে আবেদন করা জন্য 21 থেকে 40 বছর ও Medical officer পদে আবেদন করা জন্য 21 থেকে 62 বছর এবং Ophthalmic Assistant, District Consultant পদে আবেদন করা জন্য 18 থেকে 40 বছর বয়স হওয়া প্রয়োজন। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে 01 জানুয়ারী 2022 তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়।

বেতন – Salary

আগ্ৰহী প্রার্থীদের এখানে প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা রয়েছে।

পদের নামবেতন (₹)
Ophthalmic Assistant18,000/- টাকা
District Consultant35,000/- টাকা
Medical Officer60,000/- টাকা
Community Health Assistant13,000/- টাকা
Staff Nurse25,000/- টাকা

আবেদন পদ্ধতি – DHFWS Recruitment 2022-23 Cooch Behar Apply Process

আগ্ৰহী প্রার্থীরা DHFWS Recruitment 2022-23 Cooch Behar তে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে। আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফি – Application Fee

এখানে জেনারেল ও‌ ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে 100/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে 50/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar

আবেদনের শেষ তারিখ – Application Last Date

DHFWS Cooch Behar Recruitment 2022 তে প্রার্থীরা আগামী 23 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি – Selection Process

আগ্ৰহী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত07.12.2022
আবেদন শুরু09.12.2022
আবেদনের শেষ তারিখ23.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আবেদনে লিঙ্ক – Apply Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খাবার

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment