পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে গ্রুপ-সি এবং অন্যান্য পদে প্রচুর কর্মী নিয়োগ | DHFWS Recruitment 2022-23 Kalimpong

DHFWS Recruitment 2022-23 Kalimpong: পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলায় সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (DHFWS) দ্বারা গ্রুপ-সি সহ আরো অন্যান্য অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 25 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDHFWS, Kalimpong
পদের নামগ্রুপ-সি ও অন্যান্য
মোট শূন্যপদ26 টি
বেতনRs. 20,000 – 60,000/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন প্রক্রিয়া
স্থানকালিম্পং, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটkalimpong.gov.in

পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২২

পদের নাম – Post Name

পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলায় Devlopment of Health & Family Welfare এর দ্বারা গ্রুপ-সি এবং আরো অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। পদের মান নিচের তালিকায় দেওয়া হলো –

  • Block Data Manager
  • Counsellor
  • Block Epidemiologist
  • Block Public Health Manager
  • Laboratory Technician
  • Staff Nurse
  • Medical Officer
  • Specialist (Medicine)
  • Specialist (Pediatrics)
  • Specialist (G&O)
  • Specialist (Opthalmologist)

মোট শূন্যপদ – DHFWS Recruitment 2022-23 Kalimpong Vacancy

এখানে সবমিলিয়ে মোট 26 টি শূন্যপদ রয়েছে। পদ ও শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।

শিক্ষাগত যোগ্যতা – DHFWS Recruitment 2022-23 Kalimpong Educational Qualification

প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বয়সসীমা – Age Limit

এখানে প্রতিটি পদের জন্য ভিন্ন বয়সসীমা রয়েছে। কিছু পদে 18,19 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন আবার কিছু পদে আবেদন করার 21 বছর হওয়া প্রয়োজন। এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো 40 বছর ও 62 বছর। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বেতন – DHFWS Recruitment 2022-23 Kalimpong Salary

পদের নামবেতন (₹)
Block Data Manager22,000/-
Counsellor20,000/-
Block Epidemiologist35,000/-
Block Public Health Manager35,000/-
Laboratory Technician22,000/-
Staff Nurse25,000/-
Medical Officer60,000/-
Specialist (Medicine)3,000/দিন
Specialist (Pediatrics)3,000/দিন
Specialist (G&O)3,000/দিন
Specialist (Opthalmologist)3,000/দিন

আবেদন পদ্ধতি – DHFWS Recruitment 2022-23 Kalimpong Apply Process

প্রথমে নিচের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে নিখুঁত ভাবে পূরণ করতে হবে। তারপর সেটিতে পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে স্ক্যান করতে হবে এবং ইমেইল এর মাধ্যমে পাঠাতে হবে (xvfinancerecruitment.kalimpong@gmail.com)।

তাছাড়া, অফলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস গুলির এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের মুখ ভালো করে বন্ধ করে উপরে ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents

  • বয়সের প্রমাণ পত্র।
  • ঠিকানার প্রমান পত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজ ফটো (2 কপি)।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Member Secretary Selection Committee & Chief Medical Officer Of Health, Kalimpong -734301

আবেদনের শেষ তারিখ – Last Date

এখানে আগামী 25 ডিসেম্বর 2022 পর্যন্ত প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া – Selection Process

এখাকে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ পর্থদের পরে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত06.12.2022
আবেদন শুরু06.12.2022
আবেদন শেষ25.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: kalimpong.gov.in
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে গ্রুপ-সি এবং অন্যান্য পদে প্রচুর কর্মী নিয়োগ | DHFWS Recruitment 2022-23 Kalimpong”

Leave a Comment