DHFWS Recruitment 2022 Siliguri & Darjeeling: পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি ও দার্জিলিং জেলার District Health & Family Welfare Samiti (DHFWS) এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Ophthalmic Assistant পদে নিয়োগ করা হবে। 18 নভেম্বর 2022 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আগামী 5 ডিসেম্বর 2022 তারিখ এর আগে পর্যন্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। District Health & Family Welfare Samiti Siliguri Recruitment সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti |
---|---|
পদের নাম | Ophthalmic Assistant |
মোট শূন্যপদ | 3 টি |
চাকরির ধরন | সরকারি চাকরি |
বেতন | Rs. 16700 – 20000/- |
স্থান | শিলিগুড়ি, দার্জিলিং |
ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
দার্জিলিং এবং শিলিগুড়ি জেলা স্বাস্থ্য সমিতিতে নিয়োগ ২০২২ | DHFWS Recruitment 2022, Siliguri & Darjeeling
পদের নাম – Post Name
এখানে শিলিগুড়ি ও দার্জিলিং জেলার District Health & Family Welfare Samiti (DHFWS) এর তরফ থেকে Ophthalmic Assistant পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
এখানে আবেদন করার জন্য MBBS বা মেডিক্যাল ডিগ্রি থাকা প্রয়োজন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
বয়সসীমা – Age Limit
বয়সসীমা সম্পর্কে জানতে DHFWS Recruitment 2022, Siliguri & Darjeeling এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
মোট শূন্যপদ – Total Vacancy
এখানে মোট 3 টি শূন্যপদে Ophthalmic Assistant নিয়োগ করা হবে।
বেতন – Salary
District Health & Family Welfare Samiti Siliguri And Darjeeling Recruitment 2022 এর অফিসিয়াল নোটিসে বেতনের কথা উল্লেখ নেই। আনুমানিক এখানে Rs.16700 থেকে শুরু করে Rs.20000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – DHFWS Recruitment 2022 Apply Online
আগ্রহী পার্থী District Health & Family Welfare Samiti Siliguri And Darjeeling Recruitment 2022 তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কারীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি পূরণ করে স্ক্যান করে recayushsmp1@gmail.com এই ইমেইল আইডিতে পাঠাতে হবে। নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করতে হবে।
- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- পূরণ করা আবেদন পত্র ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করতে হবে।
- ডকুমেন্ট এর কপিগুলোর PDF ফাইল বানাতে হবে।
- recayushsmp1@gmail.com এই ইমেইল আইডিতে ইমেইল করতে হবে।
- যে পদের জন্য আবেদন করছেন সেটি ইমেইল এর সাবজেক্ট তে লিখতে হবে।
আবেদন করার আগে অবশ্যই একবার ভালোকরে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents
- বয়সের প্রমাণ (জন্ম প্রমাণপত্র/আধার/প্যান)।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র/মার্কশিট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- কম্পিউটার সার্টিফিকেট।
- অভিজ্ঞতার সার্টিফিকেট।
- পেমেন্ট এর NEFT ডকুমেন্ট কপি।
আবেদনের শেষ তারিখ – Application Last Date
আগামী 5 ডিসেম্বর 2022 তারিখের আগে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল নোটিস/আবেদন পত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: wbhealth.gov.in
- আমাদের টেলিগ্রাম গ্রুপ: Join Here
- হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
Siliguri & Darjeeling DHFWS Recruitment 2022 – FAQ

Siliguri & Darjeeling DHFWS Recruitment 2022 – তে কোন পদে নিয়োগ করা হবে?
Siliguri & Darjeeling DHFWS Recruitment 2022 – তে Ophthalmic Assistant পদে নিয়োগ করা হবে।
Siliguri & Darjeeling DHFWS Recruitment 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?
Siliguri & Darjeeling DHFWS Recruitment 2022 তে মোট 3 টি শূন্যপদ আছে।
Siliguri & Darjeeling DHFWS Ophthalmic Assistant Recruitment 2022 এর আবেদন পত্র ডাউনলোড করবো কিভাবে?
Siliguri & Darjeeling DHFWS Ophthalmic Assistant Recruitment 2022 এর আবেদন পত্রের লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
Siliguri & Darjeeling DHFWS Ophthalmic Assistant Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?
Siliguri & Darjeeling DHFWS Ophthalmic Assistant Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ হলো 4 ডিসেম্বর 2022।