DHFWS Job Vacancy: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ – মোট ৮৩টি শূন্যপদ

DHFWS South 24 Parganas Job Vacancy 2023 : সাউথ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ৮৩ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২৪ মার্চ ২০২৩ অনলাইন আবেদনের শেষ তারিখ। DHFWS South 24 Parganas Job Vacancy 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য নিন্মে প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Health & Family Welfare Samiti (DHFWS)
পদের নামMedical Officer, Staff Nurse,Community Health Assistant & Others
মোট শূন্যপদ৮৩ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থানসাউথ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.wbhealth.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

সাউথ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ ২০২৩ (DHFWS South 24 Parganas Job Vacancy 2023)

পদের নাম (Post Name)

এখানে Community Health Assistant, Staff Nurse, Medical Officer, Counsellor, Block Data Manager, Laboratory Technician, Block Public Health Manager, Block Epidemiologist পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৮৩ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। পদে অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদ সংখ্যা
Community Helath Assistant১৭ টি
Staff Nurse৬ টি
Staff Nurse (Urban)১৭ টি
Medical Officer১৭ টি
Counsellor৬ টি
Block Data Manager৪ টি
Laboratory Technician৮ টি
Block Public Health Manager৪ টি
Block Epidemiologist৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পদের নামশূন্যপদ সংখ্যা
Community Helath AssistantANM, GNM
Staff NurseGNM, B.sc in Nursing
Staff Nurse (Urban)GNM, B.sc in Nursing
Medical OfficerMBBS
CounsellorGraduation
Block Data ManagerGraduation
Laboratory Technician12th, Diploma in MLT
Block Public Health ManagerB.sc, Post Graduation, Degree
Block EpidemiologistBAMS/BHMS/BUMS, M.sc

DHFWS South 24 Parganas Job Vacancy 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। পদে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিন্মে আলোচনা করা হয়েছে।

বয়সসীমা (Age Limit)

DHFWS South 24 Parganas Job Vacancy 2033 এ আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিন্ম ১৯ বছর এবং সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসেব ধরা হবে ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,০০০/- টাকা থেকে ৬০,০০০/- টা পর্যন্ত বেতন দেওয়া হবে। কোন পদের জন্য কত টাকা বেতন সেই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি (Apply Process)

DHFWS South 24 Parganas Job Vacancy 2023

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in থেকে। আবেদন শুরু হচ্ছে ১৫ ই মার্চ ২০২৩ এবং অনলাইন আবেদনের শেষ তারিখ ২৪ শে মার্চ ২০২৩ পর্যন্ত। আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমানপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো কপি
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য SC/ST/OBC/GEN সমস্ত প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন আবেদনের শেষ ২৪ শে মার্চ ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে। নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪.০৩.২০২৩
আবেদন শুরু১৫.০৩.২০২৩
আবেদন শেষ২৪.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment