DHFWS South 24 Parganas Recruitment 2023: জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে এখানে মোট ৭৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস এবং আরো উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samity (DHFWS), South 24 Parganas |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ৭৮ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | s24pgs.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ (DHFWS South 24 Parganas Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সমস্ত পদ মিলিয়ে মোট ৭৮টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Medical Officer – NTEP | ০১ টি |
Senior Medical Officer – NTEP | ০১ টি |
Senior Treatment Supervisor (STS) – NTEP | ০১ টি |
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – NTEP | ০১ টি |
Laboratory Technician (LT) – NTEP | ০৮ টি |
Programme Assistant – PCPNDT | ০১ টি |
Medical Officer (Full Time) | ০৪ টি |
Lady Counselor (AFHC/Anwesha Clinic) | ০১ টি |
Staff Nurse – NUHM | ৩০ টি |
Pharmacist – NUHM | ০৬ টি |
Laboratory Technician | ০৩ টি |
VBD Technical Supervisor | ০৪ টি |
Multi Rehabilitation Workers | ১৭ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যথাক্রমে, উচ্চমাধ্যমিক পাস, ডিপ্লোমা, স্নাতক, এমবিবিএস, ডিগ্রি এবং কিছু কিছু পদে আবেদন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
DHFWS South 24 Parganas Recruitment 2023-তে Medical Officer পদে সর্বোচ্চ ৬৭ বছর বয়স এবং Staff Nurse পদে সর্বোচ্চ ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তাছাড়া বাকি সকল পদে আবেদন করার
বেতন (Salary)
এখানে প্রতিটি পদের নির্বাচিত পর্থীদের বেতনের পরিমাণ এক নয়। এখানে যথাক্রমে ১৩,৫৬০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in-তে যেতে হবে। এরপর E-GOVERNANC এর বিভাগে Online Recruitment অপশনে ক্লিক করতে হবে। এরপর অনলাইন আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- আইডি প্রমাণপত্র (পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড)
- ঠিকানার প্রমাণপত্র (পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড)
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র/মার্কশিট
- কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট/প্রমাণপত্র
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
DHFWS South 24 Parganas Recruitment 2023-তে আবেদন করার শেষ তারিখ হলো ৮ মে, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আবেদন করা পর্থীদের শিক্ষাগত যোগ্যতার মান, ইন্টারভিউ এবং কিছু পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬.০৪.২০২৩ |
আবেদন শুরু | ২৯.০৪.২০২৩ |
আবেদন শেষ | ০৮.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |