DHFWS Uttar Dinajpur Recruitment 2023 : উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ১৯ টি কমিউনিটি হেলথ অ্যাসিট্যান্ট পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ১৭.০৩.২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। DHFWS Uttar Dinajpur Job Vacancy 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য নিন্মে প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti (DHFWS) |
---|---|
পদের নাম | Community Health Assistant, Block Public Health Manager, Block Data Manager, VBD Technical Supervisor,Physiotherapist |
মোট শূন্যপদ | ১৯ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ ২০২৩ (DHFWS Uttar Dinajpur Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক ডেটা ম্যানেজার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার,ফিজিওথেরাপিস্ট, VBD Technical Supervisor পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (DHFWS Uttar Dinajpur Job Vacancy 2023)
DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ১৯ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Community Health Assistant | ১১ টি |
Block Public Health Manager | ০২ টি |
Block Data Manager | ০১ টি |
VBD Technical Supervisor | ০৪ টি |
Physiotherapist | ০১ টি |
মোট | ১৯ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
DHFWS Uttar Dinajpur Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিচের ছকে উল্লেখ করা হলো।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
Community Health Assistant | ANM, GNM |
Physiotherapist | Degree in Physiotherapist |
VBD Technical Supervisor | Graduation in Science |
Block Data Manager | Graduation |
Block Public Health Manager | B. Sc in Life Science, Post Graduation Degree /Diploma in Management |
বয়সসীমা (DHFWS Uttar Dinajpur Recruitment 2023 Age Limit)
DHFWS Uttar Dinajpur Job Vacancy 2023 -তে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিন্ম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসেব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন (Salary)
DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,০০০/- টাকা থেকে শুরু করে ৩৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য প্রতিমাসে বেতনের পরিমান আলাদা। বেতন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন পদ্ধতি (DHFWS Uttar Dinajpur Recruitment 2023 Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি কে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। প্রয়োজন ডকুমেন্টস এবং কোন ঠিকানায় আবেদনপত্র জমা করবেন তার বিবরণ নিন্মে দেওয়া হলো।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা
সঠিক ভাবে আবেদনপত্রটি পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে এই ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে আবেদন জমা করুন – Office of the CMOH & Member Secretary, DHFWS, Kamojora, Raiganj Dist – Uttar Dinajpur, Pin – 733130
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমানপত্র ( মাধ্যমিক অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট )
- ঠিকানার প্রমাণপত্র ( আঁধার কার্ড /ভোটার কার্ড )
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- SC/ST/OBC সার্টিফিকেট ( যদি থাকে )
- পাসপোর্ট সাইজ ফটোকপি
- Application Fee Online Receipt
আবেদন মূল্য (Application Fee)
DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত পদে আবেদন করার জন্য General প্রার্থীদের ১০০/- টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। IMPS/NEFT/RGTS এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
DHFWS Uttar Dinajpur Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি পদের আবেদনের শেষ তারিখ আগামী ১৭ ই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০৩.২০২৩ |
আবেদন শুরু | ০৩.০৩.২০২৩ |
আবেদন শেষ | ১৭.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |