জেলা শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ, বেতন 13,500 টাকা | District Child Protection Unit Recruitment 2022 Jhargram

District Child Protection Unit Recruitment 2022 Jhargram: ঝাড়গ্ৰাম জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কাউন্সিলর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 18.11.2022 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Child Protection Unit, Jhargram
পদের নামকাউন্সিলর
মোট শূন্যপদ01 টি
শিক্ষাগত যোগ্যতাগ্ৰাজুয়েশন পাস
আবেদন শেষ তারিখ18.11.2022
স্থানঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ

জেলা শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ ২০২২ |District Child Protection Unit Recruitment 2022 Jhargram

পদের নাম – Post Name

Jhargram DM Office Recruitment 2022 -তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – কাউন্সিলর।

মোট শূন্যপদ – Jhargram District Child Protection Unit Recruitment 2022 Total Vacancy

Jhargram DM Office Counsellor Recruitment 2022 -তে সব মিলিয়ে মোট 01 টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য চাকরি প্রার্থীদের ফিলোজফিতে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীরা অবশ্যই বাংলা,ইংরেজি এবং হিন্দিতে লিখতে,‌ পড়তে ও বলতে জানতে হবে।

বয়সসীমা – Age Limit

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করার সবোর্চ্চ বয়সসীমা 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন – Salary

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে 13,500/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – Jhargram District Child Protection Unit Recruitment 2022 Apply Process

আগ্ৰাহী প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অথবা অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর কপি সংযুক্ত করে। আবেদনকারীরা নির্দিষ্ট সময়ে মধ্যে সঠিক ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন

  • বয়সের প্রমানপএ।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • জাতিগত প্রমানপএ।
  • বসবাসের প্রমানপএ।
  • পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

District Child Protection unit, Office of the District Magistrate, Jhargram

আবেদন শেষ তারিখ – Application Last Date

ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 07.11.2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 18.11.2022 তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি – Jhargram District Child Protection Unit Recruitment 2022 Selection Process

ঝাড়গ্ৰাম জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কাউন্সিলর নিয়োগ ২০২২ তে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত03.11.2022
আবেদন শুরু07.11.2022
আবেদনের শেষ তারিখ18.11.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আবেদনের লিঙ্ক – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here

নতুন চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment