জেলা স্বাস্থ্য সমিতিতে গ্রুপ-সি পদে নিয়োগ – মোট 300 এরও বেশি শূন্যপদ | District Helth Samiti Recruitment 2022 Hooghly

District Helth Samiti Recruitment 2022 hooghly: পশ্চিমবঙ্গের District Helth & Family Welfare Samiti, Hooghly এর তরফ থেকে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলা যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করা সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই নিচে দেওয়া চাকরি সমদ্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।

নিয়োগ সংস্থাDistrict Helth & Family Welfare Samiti, Hooghly
পদের নামগ্রুপ-বি , গ্রুপ-সি
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস, ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য
মোট শূন্য পদ300 এর বেশি
আবেদন শেষ তারিখ20.07.2022 (অনলাইন)
26.07.2022 (অফলাইন)
স্থানহুগলি
Join বাংলাপোর্টাল teligram channel

District Helth Samiti Recruitment 2022

District Helth Samiti Recruitment 2022 Hooghly তে District Helth & Family Welfare Samiti এর তরফ থেকে সব মিলিয়ে মোট 300 এরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে তিনটি গ্রুপ-সি পদের সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। বাকি পদগুলি সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

পদের নাম ~ ল্যাব টেকনেশিয়ান।

মোট শূন্যপদ ~ এখানে চাকরি প্রার্থীদের 10 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাস। বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস হলে তাদের অগ্ৰাধিকার দেওয়া হবে।

বয়সসীমা ~ এখানে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন এবং তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে 22,000/- টাকা।

পদের নাম ~ ল্যাবরেটরি টেকনেশিয়ান।

মোট শূন্যপদ ~ এখানে চাকরি প্রার্থীদের 1 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাস। বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাস হলে তাদের অগ্ৰাধিকার দেওয়া হবে।

বয়সসীমা ~ এখানে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন এবং তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে 22,000/- টাকা।

পদের নাম ~ ব্লক ডাটা ম্যানেজার।

মোট শূন্য পদ ~ এখানে চাকরি প্রার্থীদের 5 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র গ্ৰাজুয়েশন পাস।এর সঙ্গে চাকরি প্রার্থীদের কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ~ এখানে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে বয়স হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন এবং তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে 22,000/- টাকা।

আবেদন পদ্ধতি (District Helth Samiti Recruitment 2022 Apply Process)

যে সমস্ত চাকরিপ্রার্থী District Helth Samiti Recruitment 2022 Hooghly এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in -এ গিয়ে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
  • বয়সের প্রমানপএ
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • অভিজ্ঞতা সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের 2 কপি ফটো

আবেদন নির্দিষ্ট ঠিকানা ~ Office of the Chief Medical officer of Health Hooghly,New Administrative Buliding First Floor,DRS Complex,Chinsurah, Hooghly – 712101

আবেদন ফি ~ যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করবেন এবং এখানে আবেদন ফি হিসেবে দিতে হবে জেনারেল চাকরি প্রার্থীদের 100 টাকা এবং OBC/SC/ST চাকরি প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 50 টাকা।

আবেদন শেষ তারিখ ~ যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে 20 জুলাই ও অফলাইনের আবেদনপত্র টি 26.07.2022 তারিখ মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (District Helth Samiti Recruitment 2022 Dates & Links)

বিজ্ঞপ্তি প্রকাশিত04.07.2022
আবেদন শুরু04.07.2022
আবেদন শেষ (অনলাইন)20.07.2022
আবেদন শেষ (অফলাইন)26.07.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রামJoin Here
new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “জেলা স্বাস্থ্য সমিতিতে গ্রুপ-সি পদে নিয়োগ – মোট 300 এরও বেশি শূন্যপদ | District Helth Samiti Recruitment 2022 Hooghly”

Leave a Comment