মাধ্যমিক পাসে জেলা আদালতে Group-D পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৮ জুলাই পর্যন্ত

District Judge Group-D Recruitment 2023: পশ্চিমবঙ্গের যে সকল চাকরিপ্রার্থী জেলা আদালতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কোচবিহার জেলার জেলা আদালতের পক্ষ থেকে Bench Clerk এবং English Stenographer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাOffice of the District Judge, Cooch Behar
পদের নামBranch Clerk এবং English Stenographer
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানকোচবিহার
ওয়েবসাইটhttps://districts.ecourts.gov.in/coochbehar
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

জেলা আদালতে Group-D পদে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

কোচবিহার জেলার জেলা আদালতের পক্ষ থেকে Bench Clerk এবং English Stenographer পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

কোচবিহার জেলার জেলা আদাল এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং প্রার্থীরা আরো উচ্চ শিক্ষিত হলেও এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। English Stenographer পদে আবেদন করা জন্য প্রার্থীদের ইংরেজি টাইপিং এর ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী হতে হবে।

বয়সসীমা (Age Limit)

কোচবিহার জেলার জেলা আদালতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

বেতন সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন পদ্ধতি (Apply Process)

District Judge Group-D Recruitment 2023

এখানে Bench Clerk এবং English Stenographer পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে https://districts.ecourts.gov.in/coochbehar ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে। এরপর সেটিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিচের দেওয়া ঠিকানায় পোস্ট বা কুরিয়ার বা নিজে গিয়ে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমানপএ।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • অন্যান্য।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The District & Sessions Judge, Cooch Behar, P.O+Dist – Cooch-Behar, Pin – 736101

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

কোচবিহার জেলার জেলা আদাল এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ১৮ জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৬.২০২৩
আবেদন শুরু১৯.০৬.২০২৩
আবেদন শেষ১৮.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

2 thoughts on “মাধ্যমিক পাসে জেলা আদালতে Group-D পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৮ জুলাই পর্যন্ত”

Leave a Comment