Diwali 2022: আলোকসজ্জার এই দীপাবলিতে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর দিন নিজের ভিতর বাহিরে সকল অজ্ঞতা ও অহংকার দূর করার দিন। দীপাবলি শুরু হবার দুদিন আগে ত্রয়োদশী কিংবা ধন্বন্তরি জয়ন্তীই যেটাকে আমরা সংক্ষেপে ধনতেরাস বলে থাকি। এই দিন সোনা, রূপা এবং যেকোনো ধাতুর তৈরি পাত্র বা অলঙ্কার কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ভারতীয় সময় অনুসারে দীপাবলী 2022 এর তিথি ও সময়। কবে পড়েছে এবছরের দীপাবলী? এই বছর ধনতেরাস কবে? কোজাগরী লক্ষ্মী পুজার শুভ সময় কখন? জানুন কোজাগরী লক্ষ্মী পুজো মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য।
দীপাবলি ২০২২ তারিখ ও সময় | Diwali 2022 Date & Time
দীপাবলি উৎসব কে আলোর উৎসবও বলা চলে। এই উৎসবে সমস্ত বাড়ি প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত থাকে। চারিদিকে বাজি ফাটানোর আওয়াজ শুনতে পাওয়া যায়। নানান রঙের বৈদ্যুতিক বাতি দিয়েও অনেকে নিজেদের বাড়ি সজ্জিত করে। ছোটরা তারাবাতি, ঘূর্ণি, তুবড়ি জ্বালিয়ে খেলাকরে। আবার অনেক মেয়েই নানান রঙের আলপনা এঁকে বাড়ি সজ্জিত করে।
দীপাবলি পাঁচ দিন যাবৎ উদযাপিত করা হয়। এই বছর দীপাবলি শুরু হচ্ছে 22 অক্টোবর 2022 শনিবার এবং শেষ হচ্ছে 26 অক্টোবর 2022 বুধবার। 24 অক্টোবর 2022 সোমবার হচ্ছে দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি। দীপাবলি 2022 এর সময় নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ্য রয়েছে।
- দীপাবলি শুরু: 22.10.2022 শনিবার।
- দীপাবলি শেষ: 26.10.2022 বুধবার।
- দীপাবলি লক্ষ্মী পূজা: 24.10.2022 সোমবার।
- অমাবস্যা মুহুর্ত শুরু: 24.10.2022 বিকাল 5:20 টা
- অমাবস্যা মুহুর্ত শেষ: 25.10.2022 বিকাল 4:10 টা
ধনতেরাস ২০২২ শুভ মুহূর্ত
22 অক্টোবর 2022 শনিবার, সন্ধ্যা 6:02 মিনিট থেকে শুরু করে পরের দিন 23 অক্টোবর 2022 রবিবার, সন্ধ্যা 6:03 মিনিটে শেষ হবে ধনতেরাস। ধনতেরাস এর শুভ সময় স্থায়ী থাকবে 21 মিনিট।
- ধনতেরাসে পুজোর শুভ সময়: 23 অক্টোবর বিকেল 5:44 থেকে 6:05 পর্যন্ত।
- প্রদোষকালের সময়: 23 অক্টোবর বিকেল 5:44 থেকে রাত 8:16 পর্যন্ত।
- বৃষভকালের সময়: 23 অক্টোবর সন্ধ্যা 6:54 থেকে রাত 8:58 পর্যন্ত।
দীপাবলি ২০২২ (Diwali 2022) এর পৌরাণিক তাৎপর্য
সমস্ত ধর্ম জুড়ে পৌরাণিক তাৎপর্য প্রাচীন যুগে ভারতে উৎসবগুলির মিশ্রণের সাথেও দীপাবলি জড়িত রয়েছে। প্রাচীন সংস্কৃত গ্রন্থ-এ দীপাবলি বর্ণিত হয়েছে, যেমন পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণ, উভয়ই প্রথম সহস্রাব্দ থেকে খ্রিস্টাব্দ।
শ্রীরামচন্দ্রের অযোধ্যায় আগমন হয়েছিল দীপাবলির দিন। তাই অনেকেই মনে করেন দীপাবলীর মধ্যে দিয়ে সমাপ্ত হয় শারদীয় দুর্গোৎসব। তবে এই ধারনা সঠিক কিনা তা নিয়ে মতবিরোধ আছে।
দীপাবলি ২০২২ (Diwali 2022) – FAQ

দীপাবলি (Diwali 2022) কতো তারিখ?
দীপাবলি (Diwali 2022) শুরু 22 অক্টোবর শনিবার এবং শেষ 26 অক্টোবর বুধবার। দীপাবলির সরকারি ছুটি 24 অক্টোবর সোমবার।
দীপাবলি ২০২২ অমাবস্যা মুহুর্ত শুরু কখন?
24 অক্টোবর 2022 সোমবার বিকেল 5 টা 20 মিনিটে দীপাবলি ২০২২ অমাবস্যা মুহুর্ত শুরু ।
দীপাবলি ২০২২ অমাবস্যা মুহুর্ত শেষ কখন?
25 অক্টোবর 2022 মঙ্গলবার বিকেল 4 টা 10 মিনিটে দীপাবলি ২০২২ অমাবস্যা মুহুর্ত শেষ ।
এই বছর ধনতেরাসে পুজোর শুভ সময় কখন?
23 অক্টোবর বিকেল 5:44 থেকে 6:05 পর্যন্ত ধনতেরাসে পুজোর শুভ সময়।
- আরো অন্যান্য খাবারের জন্য এখানে ক্লিক করুন।
- আমাদেরকে গুগল নিউজে অনুসরণ করতে এখানে ক্লিক করুন।