কেন্দ্রীয় সরকার দ্বারা টেলিকমিউনকেশন ডিপার্মেন্টে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা

DoT Junior Telecom Officer Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের ডিপার্মেন্ট অফ টেলিকমিউনকেশন এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অস্থায়ী চুক্তিভিত্তিক Junior Telecom Officer (JTO) পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ২৬এই এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। DoT JTO Recruitment 2023-তে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDepartment of Telecommunications (DoT)
পদের নামJunior Telecom Officer
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)২৫,৮৭৫/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন, অনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটdot.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ডিপার্মেন্ট অফ টেলিকমিউনকেশনে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখান কেন্দ্রীয় সরকারের ডিপার্মেন্ট অফ টেলিকমিউনকেশন (DoT) এর পক্ষ থেকে Junior Telecom Officer (JTO) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

ডিপার্মেন্ট অফ টেলিকমিউনকেশন এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট একটি শূন্যপদে রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

DoT JTO Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য অবশ্যই Junior Telecom Officer (JTO) বা সমতুল্য পদের রিটার্ড সরকারি কর্মচারী হতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার আবেদনকারীর বয়স অবশ্যই আবেদনের শেষ তারিখ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে নির্বাচিত পার্থীকে প্রতিমাসে ২৫,৮৭৫ টাকা বেতন দেওয়া হবে এবং সঙ্গে যাতায়াতের খরচ দেওয়া হব।

আবেদন পদ্ধতি (Apply Process)

DoT Junior Telecom Officer Recruitment 2023

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অফলাইন এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। অথবা, হার্ড কপি স্ক্যান করে sdea2.mp-dgt-dot@gov.in বা dira.mp-dgt-dot@gov.in তে ইমেইল করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

to Assistant Director (Admin-II) O/o Addl. Director General (Telecom), MP LSA Department of Telecommunications,2nd Floor, Doorsanchar Bhawan Arera-Hills Bhopal (M.P)-462015.

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

এখানে আগামী ২৬এই এপ্রিল ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের শর্ট লিস্ট তৈরি করা হবে এবং ইন্টারভিউ ও অভিজ্ঞতার ভিত্তিতে পার্থী নির্বাচন করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫.০৪.২০২৩
আবেদন শুরু০৫.০৪.২০২৩
আবেদন শেষ২৬.০৪.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.