DOT Recruitment 2023: কেন্দ্রীয় সরকার দ্বারা টেলিকমিউনিকেশন বিভাগে নিয়োগ – ২৭০টি শূন্যপদে আবেদন করুন

DOT Recruitment 2023: কেন্দ্রীয় সরকার দ্বারা টেলিকমিউনিকেশন বিভাগে (Department of Telecommunication) নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে ২৭০ টি শূন্যপদে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকার কারণে, আগ্রহী ও পার্থী অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। DOT Sub Divisional Engineer Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDepartment of Telecommunication (DOT)
পদের নামSub Divisional Engineer
মোট শূন্যপদ২৭০ টি
বেতন (₹)৪৭,৬০০ – ১,৫১,১০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটdot.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

টেলিকমিউনিকেশন বিভাগে নিয়োগ ২০২৩ (DOT Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে Department of Telecommunication (DOT) তে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (Sub Divisional Engineer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

সব মিলিয়ে এখানে মোট ২৭০ টি শূন্যপদ রয়েছে। নিয়োগ স্থান অনুযাযী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

স্থানশূন্যপদের সংখ্যা
হায়দ্রাবাদ৮ টি
বিজয়ওয়াড়া৩ টি
গুয়াহাটি৯ টি
পাটনা৭ টি
রাঁচি১ টি
দিল্লী৯ টি
আহমেদাবাদ৮ টি
পঞ্চকুলা৯ টি
সিমলা৮ টি
জম্মু৮ টি
ব্যাঙ্গালোর১৩ টি
এরনাকুলাম৮ টি
কলকাতা২ টি
ভোপাল৭ টি
রায়পুর৩ টি
পুনে৭ টি
নাগপুর১ টি
গোয়া২ টি
মুম্বাই৪ টি
শিলং৯ টি
ইম্ফল২ টি
আইজওয়াল২ টি
কোহিমা২ টি
ইটানগর২ টি
আগরতলা২ টি
ভুবনেশ্বর৭ টি
চণ্ডীগড়১০ টি
জয়পুর৭ টি
চেন্নাই১০ টি
কোয়েম্বাটুর২ টি
লখনউ৭ টি
মিরাট৮ টি
দেরাদুন২ টি
কলকাতা৯ টি
গ্যাংটক২ টি
পোর্ট ব্লেয়ার২ টি
নতুন দিল্লি৫২ টি
মুম্বাই২ টি
গাজিয়াবাদ১০ টি

শিক্ষাগত যোগ্যতা ( Educational Qualification)

DOT Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল কমিউনিকেশন/কম্পিউটার সায়েন্স/টেলি কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইনস্ট্রুমেন্টেশনে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

২২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ অনুরাসে এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৫৬ বছর।

বেতন (Salary)

এখানে প্রতিমাসে ৪৭,৬০০/- টাকা থেকে শুরু করে ১,৫১,১০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (How To Apply)

DOT Recruitment 2023-তে অনলাইন আবেদন এর সুবিধা না থাকায়, পর্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদন ফর্ম টি সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা অন্য কোনো পরিষেবার মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

DOT Recruitment 2023 Sub Divisional Engineer

আবেদন মূল্য (Application Fee)

DOT Recruitment 2023-তে কোনো রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

the ADG 1 (A&HR), DGT HQ, Room No 212, 2nd Floor, UIDAI Building, Behind Kali Mandir, New Delhi – 110001

আবেদনের শেষ তারিখ (Dot Recruitment Last Date 2023)

এখানে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Department of Telecommunication (DOT) তে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (Sub Divisional Engineer) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০১.২০২৩
আবেদন শুরু১০.০১.২০২৩
আবেদন শেষ২২.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment