প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে ১৮১টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৫৬ হাজার টাকা

DRDO RAC Scientist Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুবর্ন সুযোগ রয়েছে। ভারতের DRDO RAC পক্ষ থেকে Scientist – B পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ১৮১ টি শূন্যপদ রয়েছে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাপ্রতিরক্ষা গবেষণা কেন্দ্র (DRDO RAC)
পদের নামScientist -B
মোট শূন্যপদ১৮১ টি
বেতন (₹)৫৬,২০০/- থেকে ১,০০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটdrdo.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে DRDO RAC পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো- Scientist-B

মোট শূন্যপদ (Total Vacancy)

প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের DRDO RAC পক্ষ থেকে Scientist -B পদে সব মিলিয়ে মোট ১৮১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্ৰি করা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে Scientist -B পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ৩২ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এখানে প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের (DRDO RAC) পক্ষ থেকে Scientist -B পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৬,২০০/- থেকে ১,০০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

DRDO RAC Scientist Recruitment 2023

এখানে Scientist -B পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রার্থীদের প্রথমে drdo.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে আবেদন সম্পন্ন হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে এবং SC / ST/ PWD মহিলা প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ১৮ জুন ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

(DRDO RAC) তে Scientist -B নিয়োগ ২০২৩ তে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

আবেদন শুরু২৯.০৫.২০২৩
আবেদন শেষ১৮.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: drdo.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment