দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২২ | Duare Sarkar Camp List 2022

ইতিমধ্যেই ২০২২ সালের দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট বা তারিখ প্রকাশিত হয়েছে। এক নজরে জেনেনিন দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২২ সালের, কোন কোন প্রকল্প থাকছে এবং আপনি যে জেলায় বাস করেন সেখানে কবে দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে।

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২২, Duare Sarkar Camp List 2022

প্রকল্পের নামদুয়ারে সরকার
রাজ্য পশ্চিমবঙ্গ
সাল ২০২২

পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালের প্রথম মাসেই দুয়ারে সরকার ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পোস্টে তা নিয়ে বিস্তারিত জানব।

পোস্টির মধ্যে রয়েছে –

  1. দুয়ারে সরকার ক্যাম্প ২০২২ এর সময় সূচি।
  2. দুয়ারে সরকার ক্যাম্পের প্রকল্প লিস্ট ২০২২।
  3. দুয়ারে সরকার ক্যাম্প এর যোগ্যতা।
  4. আবেদন করার করার পদ্ধতি।
  5. দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা।

দুয়ারে সরকার ক্যাম্পের নতুন তারিখ

পুনরায় কবে থেকে সুরুকরা হবে দুয়ারে সরকার এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। তবে যদি করোনা আবার নিয়ন্ত্রণে আসে তাহলে আগামী মাস থেকে অর্থাৎ ১ম. ফেব্রয়ারি দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবার সম্ভবনা রয়েছে।

এই বিষয়ে যখনি কোনো অফিসিয়াল আপডেট এলেই আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেওয়া হবে।

দুয়ারে সরকার ক্যাম্প ২০২২ এর সময় সূচি

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২২ বা দুয়ারে সরকার ক্যাম্প ( পর্যায় ৩ ) এর তারিখ – 

ক্যাম্পতারিখ
১ম ক্যাম্প১৫.০২.২০২২ থেকে ২১.০২.২০২২
২য় ক্যাম্প০১.০৩.২০২২ থেকে ০৭.৩১.২০২২

দুয়ারে সরকার ক্যাম্পের প্রকল্প লিস্ট ২০২২

এই বছর দুয়ারে সরকার ক্যাম্পে যে সব প্রকল্পের জন্য আবেদন ও কোনো সমস্যা থাকলে তার সংশোধন করতে পারবেন তার তালিকা –

প্রকল্পের নামক্যাম্পে কি কাজ করবেন
লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন
সাস্থ্য সাথী আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
খাদ্য সাথী বা রেশন কার্ড ২০২২
কন্যাশ্রী আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
রূপশ্রী আবেদন করতে পারবেন ও কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন
শিক্ষাশ্রী আবেদন করতে পারবেন ও এই বিষয়ে কোনো এ মম
স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
বার্ধক্য ভাতা আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
বৃদ্ধ ভাতা আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
বিধবা ভাতা আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
প্রতিবন্ধী ভাতা আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন।
কৃষক বন্ধু আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
জয় জহার বা তপশিল বন্ধু আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
মানবিক প্রকল্প আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন।
কৃষি জমির রেকর্ড সংশোধন
MGNREGS বা 100 দিনের কাজ

দুয়ারে সরকার ক্যাম্পের যোগ্যতা

দুয়ারে সরকার ক্যাম্পের যে কোনো প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্ধা হতে হবে।

যে কোনো প্রকল্পে আবেদন করার করার জন্য আপনাকে দুয়ারে সরকারের ক্যাম্প যেখানে বসেছে সেখানে যেতে হবে।

যে প্রকল্পের জন্য আবেদন করবেন আপনি ওই প্রকল্পের যোগ্য কি না তা ওই প্রকল্পের ক্যাম্পে গিয়ে জেনেনিতে পারবেন।

দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পদ্ধতি

দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্প এর জন্য আবেদন করতে চাইলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে হবে। আপনি যে প্রকল্পের জন্য আবেদন করবেন তার প্রয়োজীয় কাগজপত্র নিয়ে দুয়ারে সরকার এর ওই প্রকল্পের ক্যাম্পে যেতে হবে। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে ওখান থেকেই জেনেনিতে পারবেন।

দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা

দুয়ারে সরকার ক্যাম্পের ফলে আপনাকে কোনো প্রকল্পের জন্য আবেদ করতে অফিসে যেতে হবে এবং এর জন্য আপনার সময়ও বাঁচে। দুয়ারে সরকার ক্যাম্পে আপনি একাধিক প্রকল্পের ক্যাম্প এক জায়গাতেই পেয়ে যাবেন ফলে আপনাকে নানান অফিসে ছুটোছুটি করার প্রয়োজন নেই।

দুয়ারে সরকার FAQs

Q.আমার কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প কোনখানে ?

Ans. আপনার কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প কোনখানে তা জানতে ব্লক অফিসে যোগাযোগ করুন।

Q. দুয়ারে সরকার ক্যাম্প তারিখ ?

Ans. ১ম ক্যাম্প্ ১৫.০২.২০২২ থেকে ২১.০২.২০২২, এবং ২য় ক্যাম্প ০১.০৩.২০২২ থেকে ০৭.০৩.২০২২।

Q. দুয়ারে সরকার কি কি কাজ হবে?

Ans. দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার, সাস্থ্য সাথী, রেশন কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জয় জহার বা তপশিল বন্ধু, মানবিক প্রকল্প, কৃষি জমির রেকর্ড সংশোধন এছাড়াও আরো কিছু প্রকল্প রয়েছে।”

এই পোস্টটির মধ্যে আমরা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২২ উল্লেখ করা রয়েছে এবং কোন কোন প্রকল্পের জন্য আবেদন ও সংশোধন করতে পারবেন তা একটি তালিকার মধ্যে সুন্দর ও সহজ ভাবে পরিবেশন করা রয়েছে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা রয়েছে।
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment