সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কর্মী নিয়োগ, ৬০,০০০ টাকা বেতন

Durgapur Projects Limited Recruitment 2023: পশ্চিমবঙ্গ জেলার দূর্গাপুরে প্রজেক্টে লিমিটেড তরফে Safety Officer, Assistant Mine Manager পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৩০ জানুয়ারি ২০২৩ তারিখ। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাDurgapur Projects Limited
পদের নামSafety Officer এবং Assistent Mine Manager
মোট শূন্যপদ০৪ টি
বেতন (₹)৬০,০০০ – ৬৬,০০০/-
আবেদন মোডইন্টারভিউ
স্থানদুর্গাপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটdpl.net.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

Durgapur Projects Limited Recruitment 2023: তে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।

  • Safety Officer
  • Assistent Mine Manager

মোট শূন্যপদ (Total Vacancy)

দূর্গাপুর প্রজেক্ট লিমিটেড তরফে সবমিলিয়ে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Safety Officer০১ টি
Assistent Mine Manager০৩ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

দূর্গাপুর প্রজেক্ট লিমিটেড রিক্রুটমেন্ট ২০২৩ তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মিনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ডিগ্ৰি করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Durgapur Projects Limited Recruitment 2023 তে আবেদন করা প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৫ বছর বয়সে মধ্যে হতে হবে এবং প্রার্থীদের বয়সে‌ হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

Durgapur Projects Limited Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন
Safety Officer৬৬,০০০/-
Assistent Mine Manager৬০,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে কোন রকম আলাদা আলাদা ভাবে আবেদন করা প্রয়োজন নেই। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ইন্টারভিউ স্থানে সঠিক সময়ে মধ্যে উপস্থিত হতে হবে।

Durgapur Projects Limited Recruitment 2023

ইন্টারভিউ স্থান

DPL Kolkata Office,1593, Rajdangn Main Road, Kolkata-700107

ইন্টারভিউ তারিখ

এখানে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৩০.০১.২০২৩ তারিখ। সময় ১১:৩০।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

পোষ্টের তারিখ২৩.০১.২০২৩
ইন্টারভিউ তারিখ৩০.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰাম লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment