E-Ration Card Download 2023: আপনারা যাঁরা নতুন রেশন কার্ড করতে দিয়েছেন, তাঁরা খুব সহজেই নিজের ফোন থেকেই বাড়িতে বসে E Ration Card Download করতে পারবেন। Wbpds এর তরফ থেকে নতুন পরিষেবা চালু করা হয়েছে। নতুন পরিষেবা গুলির মধ্যে – নতুন রেশন কার্ড, রেশন কার্ড ক্যাটাগরি পরিবর্তন, রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড এর সাথে আঁধার কার্ড লিঙ্ক ইত্যাদি কাজ খুব সহজেই আপনি নিজের ফোন থেকেই করতে পারবেন। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে E-Ration Card Download এর সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আপনারা অনেকেই হয়তো অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ড করতে দিয়েছেন, কিন্তু এখনো রেশন কার্ড হাতে পাননি। তাঁরা E -Ration Card Download করেই রেশন এর যাবতীয় কাজ অর্থাৎ রেশন সামগ্রী পাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই এই E-Ration এর মাধ্যমেই হবে।

১) E-Ration Card কি ?
WBPDS দ্বারা অনুমোদিত এই E-Ration কার্ড আপনি যেকোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ডিজিটাল রেশন কার্ড যেটি আপনি অনলাইন থেকে প্রিন্ট আউট করবেন, সেই প্রিন্ট আউট কপি দেখিয়ে আপনি রেশন এর সামগ্রী নিতেও পারবেন।
২) E-Ration Card এর সুযোগ – সুবিধা
- সরকারি ভাবে যেই ডিজিটাল রেশন কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়ি পৌঁছে দেওয়া হয়, সেই ডিজিটাল রেশন এর মতোই সমান সুযোগ – সুবিধা এই E Ration Card এ পাবেন।
- যেকোনো জেলার ডিলাররা এই E Ration Card গ্রহণ করবে।
- E – Ration Card এ একটি QR CODE দেওয়া থাকে যেটা স্ক্যান করলেই আসল নাকি নকল সেটা প্রমান হয়ে যাবে।
- আপনি যেকোনো সময় শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়েই এই E Ration Card এর PDF কপি ডাউনলোড করতে পারবেন। WBPDS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
- E Ration Card Download করে নেওয়ার পর আপনাকে সঙ্গে সঙ্গে রেশন এর সাথে আঁধার কার্ড লিঙ্ক করে নিতে হবে। তাহলেই আপনি পরের দিন থেকেই রেশনের খাদ্য সামগ্রী পেতে শুরু করবেন।
৩) কিভাবে E -Ration Card Download করবেন ?
- প্রথমত আপনাকে www.food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেই ওয়েবসাইটে আপনি Apply New Ration অপসনে ক্লিক করে। আপনার নতুন রেশনের আবেদনটি জমা করবেন। তারপর আপনার রেশন কার্ডটি Approved হয়ে গেলেই, আপনি E Ration Card Download করতে পারবেন।
- আপনার নতুন রেশন কার্ড Approved হয়ে গেলেই আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বরে SMS পেয়ে যাবেন।
- সেই SMS এই E Ration Card download এর জন্য একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন।
- www.food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- Home Page এই আপনি E Ration Card Download এর একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন।
- আপনার Application Number / Phone Number লিখুন।
- আপনার রেশন কার্ড হয়েছে কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন। আর রেশন কার্ড Approved দেখলেই আপনি সঙ্গে সঙ্গে Download E Ration Pdf এ ক্লিক করেই আপনার রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
- রেশন কার্ড স্টেটাস চেক এবং E Ration Card Download এর লিঙ্ক নিন্মে দেওয়া রয়েছে।
৪) E-Ration Card এ আঁধার যুক্ত না করলে খাদ্য সামগ্রী পাবেন না
আপনার রেজিস্টার মোবাইল নম্বর এ OTP দিয়ে আপনি যেই E Ration Card টি ডাউনলোড করেছেন, সেটিতে অবশ্যই আপনাকে আঁধার কার্ড লিঙ্ক করতে হবে। রেশন এর সাথে আঁধার যুক্ত কিভাবে করবেন তার প্রসেস নিন্মে আলোচনা করা হলো।
- WBPDS এর অফিসিয়াল ওয়েবসাইট – www.food.wb.gov.in এ ভিসিট করুন।
- Home Page এই আপনি একটি পপ আপ উইন্ডো পেয়ে যাবেন, যেখানে লিখা থাকবে Link Aadhaar Number & Mobile No. With Ration Card এই অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার রেশন কার্ড ক্যাটাগরি নির্বাচন করুন এবং আপনার রেশন কার্ড নম্বর লিখুন।
- সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই আপনার রেশন কার্ডটি আঁধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে।
- রেশন কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক হয়ে গেলেই আপনি সরকারি সমস্ত খাদ্য সামগ্রী পাবেন।
E-Ration Card Download Link | Click Here |
Ration Card Status Check Link | Click Here |
WBPDS Official Website | Click Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
টেলিগ্রাম | Join Here |
অন্যান্য সরকারি প্রকল্প | Click Here |
1 thought on “E-Ration Card Download: নিজের ফোন থেকেই রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি জেনে রাখুন”