বাড়িতে বসে প্রতিমাসে মোটা টাকা রোজগার করুন, শুধুমাত্র স্মার্ট ফোন থাকলেই হবে

Photo of author

By banglaportal.in

Earn Money Online Work From Home Ideas 2023: আজকাল আমরা ফেসবুক,হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম তে নিজের বাড়তি সময়গুলি অপচয় করে দিয়। এই বাড়তি সময় কে কাজে লাগিয়েই লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। আজকের এই আর্টিকেলে বেশ কয়েকটি পদ্ধতি আলোচনা করা হয়েছে। কিভাবে ইনকাম করবেন, কোন কোন ওয়েবসাইট থেকে সঠিক পদ্ধতি তে জেনুইন ভাবে ইনকাম করা যাই, এককথায় সমস্ত কিছুই আলোচনা করা হবে। ঘরে বসে ইনকাম করতে চাইলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

বাড়িতে বসে অনলাইনে আয় করার পদ্ধতি (Earn Money Online)

অনলাইনের মাধ্যমে কিভাবে ইনকাম করা যেতে পারে সেই পদ্ধতি গুলি নিচে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে –

১) ই-কমার্স বিজনেস শুরু করে ইনকাম করুন।

২) অনলাইনে ভিডিও বানিয়ে ইনকাম।

৩) অ্যাফিলাইট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম।

৪) ব্লগ লিখে অনলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম।

আরো পড়ুন: প্রতিমাসে পাবেন ১২৫০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে একবার নিবেশ করলেই

আরো পড়ুন: ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই শিক্ষার্থীরা পাবেন ১ লক্ষের চেয়ে বেশি টাকা

এই কাজ গুলি শুরু করার জন্য কি কি প্রয়োজন

Earn Money Online Work From Home
  • স্মার্টফোন/ল্যাপটপ /কম্পিউটার
  • ইন্টারনেট কানেক্শন
  • স্মার্টফোন চালানোর যাবতীয় অভিজ্ঞতা
  • টাইপিং স্পিড
  • যেকোনো বিষয় নিজে বানিয়ে লিখার দক্ষতা।

ই-কমার্স বিজনেস শুরু করে ইনকাম করুন

Earn Money Online Form E-commerce Business: প্রথমেই জানতে হবে ই-কমার্স কি? সহজ ভাষায় বলতে গেলে ই-কমার্স হলো অনলাইনে নিজের ব্যবসা শুরু করে অর্থাৎ বাড়িতে বসেই নিজের ব্যবসা করে একটি ভালো ইনকাম করা। আপনারা ভাবছেন এই কাজটি আপনি কিভাবে শুরু করবেন, এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজ ভাবে আলোচনা করা হচ্ছে।

সব চেয়ে সহজ পদ্ধতি হলো আপনার ই-কমার্স এর কাজটি প্রথমে ফেসবুক দিয়েই শুরু করা।

আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক পেজ।আজকাল প্রায় প্রত্যেকের ফেসবুক একাউন্ট রয়েছে, কিন্তু অনেকের হয়তো ফেসবুক পেজ নেই। তো আপনারা খুব সহজেই ইউটুবের সাহায্য নিয়ে ফেসবুক পেজ খুলতে পারবেন।

ব্যবসাটি শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ আপনি কি বিক্রি করবেন। আপনারা এলাকায় যেই প্রোডাক্টটি সেটা হতে পারে -মোবাইল, শাড়ি, ঘড়ি আরও বিভিন্ন কিছু খুব কম পাওয়া যাই। সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টগুলি হোলসেল কিনে নেবেন। তারপর বাড়িতে বসেই সেই প্রোডাক্ট এর ছবি সহ দাম উল্লেখ করে ফেসবুক পেজ এ সেল অপশন গিয়ে পোস্ট করবেন। আর যেহেতু ফেসবুক অনেকেই ব্যাবহার করে তাই খুব তাড়াতাড়ি আপনার এই ই-কমার্স ব্যবসাটি পরিচিত লাভ করবে এবং আপনি এখান থেকে খুব ভালো পরিমান ইনকাম করতে পারবেন।

অনলাইনে ভিডিও বানিয়ে ইনকাম

Earn Money Online By Creating Video: অনেকেই হয়তো বলবেন আমি তো ভিডিও অনেক আপলোড করি কিন্তু কই কোনো দিন তো ব্যাংকে টাকা পেলাম না? আরে বস টাকা টা এমনি এমনি আসবে না। আপনাকে সঠিক জায়গায়, সঠিক ভাবে ভিডিও আপলোড করতে হবে এবং সমস্ত নিয়ম মেনে ভিডিও আপলোড দিতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবে।

অনলাইনে ভিডিও বানিয়ে ইনকাম এর জন্য বেশ কিছু প্লাটফর্ম রয়েছে।

  • YouTube
  • Facebook
  • Instagram
  • Tiki

আপনি হয়তো বলবেন এই গুলো প্লাটফর্ম তো আমি বহু বছর ধরেই ব্যবহার করি। কিন্তু ইনকাম পাইনা।ইনকাম করার জন্য যেই যেই নিয়ম মানতে হবে সেই গুলি হলো –

১) ভিডিও গুলি অবশ্যই নিজের হতে হবে (অর্থাৎ নিজের ফোন থেকে শুট করতে হবে এবং কোনো জায়গা থেকে কপি করা যাবে না।

২) প্লাটফর্ম অনুযায়ী ভিডিওর সময় কম-বেশ করতে হবে। যেমন – ইউটুবে ভিডিও আপলোড দিলে মিনিমাম আপনাকে ৩ মিনিট এর ভিডিও দিয়েই হবে, তার উপরে আপনি যত মিনিট সময় নিয়ে ভিডিও করতে পারেন, বাকি যদি আপনি ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে ১৫ সেকেন্ড,৩০ সেকেন্ড অথবা সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন।

বিষয়টা হলো ইনকাম টা কিভাবে আসবে। ইনকাম শুরু করার জন্য ইউটুবে যেমন নিয়ম রয়েছে – ১০০০ সাবস্ক্রাইব এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেই আপনার ইনকাম শুরু হবে। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ইনকাম শুরুর জন্য আপনাকে ফলোয়ার্স বেশি করতে হবে এক কথায় আপনার পরিচিত বাড়াতে হবে। তাহলে বিভিন্ন কোম্পানি আপনাকে দিয়ে বিজ্ঞাপন দেবে। সেখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

অ্যাফিলাইট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম

Earn Money Online Form Affiliate Marketing: প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে। যেকোনো একটা ক্যাটাগরির উপর আর্টিকেল লিখুন। ধরুন আপনি মোবাইল ফোন এর বিষয়ে আর্টিকেল লিখা শুরু করলেন।

আপনি Filipkart,Amazon এই কোম্পানির সাথে কাজ করতে পারেন। এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট যেহেতু আপনি মোবাইল নিয়ে আপনার ওয়েবসাইট এ আর্টিকেল লিখছেন তাই মোবাইল এর Buy Link আপনি আপনার ওয়েবসাইটে লিখুন। এখন আপনার ওয়েবসাইট থেকে যদি কেউ সেই মোবাইল গুলো কিনে নেয়, তাহলে আপনি সেই কোম্পানির তরফ থেকে কমিশন পাবেন।

আমি শুধুমাত্র একটি উদাহরণ দিলাম বাকি এইরকম অনেক কোম্পানি রয়েছে যাদের সাথে কাজ করে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। যারা হয়তো ভাবছেন আপনি ওয়েবসাইট তৈরী করতে পারবেন, তারাও কিন্তু নিজের ফেসবুক, হোয়াটস্যাপ, টেলিগ্রাম থেকে এই অ্যাফিলাইট মার্কেটিং এর কাজটি করতে পারবেন।

ব্লগ লিখে অনলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম

Earn Money Online Form Blog/Website: আপনার মধ্যে যদি গুছিয়ে লেখার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই ব্লগ লিখে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।

WordPress অথবা Blogger এর মাধ্যমে আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলুন। তারপর সেখানে আপনি নিয়মিত আর্টিকেল লিখতে থাকুন। যখন আপনার ওয়েবসাইট এ ট্রাফিক আসতে থাকবে সেই সময় আপনি মনিটাইজেসন এর জন্য আবেদন করুন। মনিটাইজেসন পেয়ে যাওয়ার পর থেকেই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন শুধুমাত্র লিখালিখি করেই। তারজন্য অবশ্যই বানিয়ে লিখার অভিজ্ঞতা থাকতে হবে।

একটি নির্দিষ্ট বিষয় এর উপরে আপনি ওয়েবসাইট এ আর্টিকেল লিখা শুরু করুন। পুরো দিনে আপনি ৩-৪ টা আর্টিকেল লিখতে পারলেই অনেক। আর প্রতি আর্টিকেল লিখতে হয়তো খুব বেশি হলে ৩০ মিনিট করে সময় লাগবে। কিন্তু যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আরও কম সময়ে আপনি যেকোনো আর্টিকেল লিখতে পারবেন।

এই ধরণের আরও অনলাইনের মাধ্যমে ইনকাম করার পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো রাখবেন।

হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here
অন্যান্য খবরClick Here