Eastern Railway Recruitment 2022: মাধ্যমিক পাসে রেলওয়ে তে নিয়োগ ২০২২, মোট ৩১১৫ টি শূন্যপদ

Eastern Railway Recruitment 2022: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো সুখবর। ভারতীয় পূর্ব মধ্য রেল এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 29 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত। আগ্ৰাহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাEastern Railways
পদের নামAct Apprentice
মোট শূন্যপদ3,115 টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
আবেদন শেষ তারিখ29.10.2022
স্থানসারা ভারত

বিষয় সূচী ~

ভারতীয় রেলওয়ে নিয়োগ ২০২২ – Eastern Railway Recruitment 2022

পদের নাম – Post Name

ভারতের পূর্ব মধ্য রেলওয়েতে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Act Apprentice.

মোট শূন্যপদ – Eastern Railway Act Apprentice Total Vacancy 2022

Eastern Railways Act Apprentice Recruitment 2022 -তে সব মিলিয়ে মোট 3,115 টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – Eastern Railway Act Apprentice Educational Qualification 2022

Eastern Railway Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য চাকরি প্রার্থীদের মাধ্যমিকে 50 শতাংশ নাম্বার থাকতে হবে এবং সেই সঙ্গে ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা – Eastern Railway Act Apprentice Age Limit 2022

Eastern Railway Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করার সবোর্চ্চ বয়সসীমা হতে হবে 15 থেকে 24 বছর। আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি – Eastern Railway Act Apprentice Apply Process 2022

আগ্ৰাহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীরা সঠিক ভাবে ফর্ম ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে আপলোড করতে হবে। তারপরে অগ্ৰাহী প্রার্থীরা আবেদন মূল্য জমা দিয়ে সব কিছু দেখে নিয়ে ফাইনালি সাবমিট করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা আগে অবশ্যই অফিশিয়াল নোটিশ টি ভালো করে দেখে নিবেন।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন

  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • আধার কার্ডের জেরক্স।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • ন্যাশনাল ট্রেড ট্রেনিং এর সার্টিফিকেট।

আবেদন মূল্য – Application Fee

Eastern Railway Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে উক্ত পদে জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে 100/- টাকা। SC/ST এবং মহিলাদের জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন শেষ তারিখ – Application Last Date

ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে‌ গেছে 30 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 29 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ – Eastern Railway Recruitment 2022 Importent Links

বিজ্ঞপ্তি প্রকাশিত23.09.2022
আবেদন শুরু30.09.2022
আবেদন‌ শেষ তারিখ29.10.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • আবেদন লিঙ্ক – Click Here
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

Eastern Railway Recruitment 2022 – FAQ

Eastern Railway Recruitment 2022 Poster

Eastern Railway Recruitment 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?

Eastern Railway Recruitment 2022 তে মোট 3115 টি শূন্যপদ আছে।

ভারতের পূর্ব মধ্য রেল তে Act Apprentice আবেদন শুরু কতো তারিখ?

ভারতের পূর্ব মধ্য রেল তে Act Apprentice আবেদন শুরু 30.09.2022 তারিখ।

Eastern Railways Act Apprentice Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?

Eastern Railways Act Apprentice Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ হলো 29 অক্টোবর 2022।

Eastern Railway Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?

Eastern Railway Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি উপরে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment