ECIL Apprentices Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে শিক্ষানবিশ নিয়োগ – 212 টি শূন্যপদ

ECIL Apprentices Recruitment 2022-23: ইলেক্ট্রোনিক্স কর্পোরেশন ওফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশ করা হয়েছে। এখানে মোট 212 টি শূন্যপদে Apprentices (শিক্ষানবিশ) নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে আগামী 26 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাElectronics Corporation Of India Limited (ECIL)
পদের নামশিক্ষানবিশ (Apprentices)
মোট শূন্যপদ212
বেতনRs.9,000/-
চাকরির ধরনশিক্ষানবিশ
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটecil.co.in
টেলিগ্রামJoin Here

বিদ্যুৎ দপ্তরে শিক্ষানবিশ নিয়োগ ২০২২-২৩ | ECIL Apprentices Recruitment 2022-23

পদের নাম – ECIL Apprentices Recruitment 2022-23 Post Name

এখানে Electronics Corporation Of India Limited (ECIL) দ্বারা শিক্ষানবিশ (Apprentices) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – Total Vacancy

এখানে সব মিলিয়ে মোট 212 টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট ইন্জিনিয়ার 150 টি শূন্যপদ এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ 62 টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা – ECIL Apprentices Recruitment 2022-23 Educational Qualification

এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে 4 বছরের B.E/B.Tech কোর্স করে থাকা প্রয়োজন।

বয়সসীমা – Age Limit

এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হলো 25 বছর। SC/ST পার্থী 5 বছর OBC পার্থী 3 বছর এবং PWD পর্থী 10 বছর বয়স ছাড় পাবেন।

বেতন – Salary

গ্রাজুয়েট ইন্জিনিয়ার শিক্ষানবিশ প্রতিমাসে Rs.9,000/- টাকা এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ প্রতিমাসে Rs.8,000/- টাকা স্টাইপেন্ড পাবেন।

আবেদন পদ্ধতি – ECIL Apprentices Recruitment 2022-23 Apply Online

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Electronics Corporation Of India Limited এর ওয়েবসাইট careers.ecil.co.in অথবা www.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এখনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

আবেদন মূল্য – Application Fee

এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ – ECIL Apprentices Recruitment 2022-23 Last Date

ECIL Apprentices তে 19 ডিসেম্বর 2022 তারিখ সকাল 10 টা থেকে আগামী 26 ডিসেম্বর 2022 রাত্রি 10 টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া – Selection Process

ইলেক্ট্রোনিক্স কর্পোরেশন ওফ ইন্ডিয়া লিমিটেড-এ শিক্ষানবিশ Apprentices পদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার মান এবং ট্রেড টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত16.12.2022
আবেদন শুরু19.12.2022
আবেদন শেষ26.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অনান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment