ECIL Technical Officer Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১০০ টি শূন্যপদে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- থেকে ৩১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Electronics Corporation of India Limited (ECIL) |
---|---|
পদের নাম | টেকনিক্যাল অফিসার |
মোট শূন্যপদ | ১০০ টি |
বেতন (₹) | ২৫,০০০ – ৩১,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ecil.co.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ভারতের ইলেকট্রনিক্স কর্পোরেশনে নিয়োগ ২০২৩
পদের নাম
ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – টেকনিক্যাল অফিসার।
মোট শূন্যপদ
ECIL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে টেকনিক্যাল অফিসার পদে সব মিলিয়ে মোট ১০০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
শ্রেণী | শূন্যপদের সংখ্যা |
---|---|
UR | ৪০ |
EWS | ১০ |
OBC | ২৬ |
SC | ১৭ |
ST | ০৭ |
মোট শূন্যপদ | ১০০ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CSE/IT/ECS/EEE/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স / ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে BE/ B.Tech কমপ্লিট করে থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা থেকে শুরু করে ৩১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে টেকনিক্যাল অফিসার পদে আগে থেকে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউর দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
Corporate Learning & Development Centre, Nalanda Complex, TIFR Road, Electronic Corporation of lndia Limited, ECIL Post, Hyderabad – 500062
ইন্টারভিউ তারিখ
এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১০ আগষ্ট ২০২৩ তারিখ এবং ১১ আগষ্ট ২০২৩ তারিখ।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০৮.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১০.০৮.২০২৩ ১১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: ecil.co.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here