কেন্দ্রীয় সরকার দ্বারা ইলেকট্রনিক্স কর্পোরেশনে নিয়োগ – বেতন ২৫,০০০ টাকা থেকে শুরু

ECIL Technical Officer Recruitment 2023: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে Technical Officer পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ২০০ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাElectronic Corporation Of India Limited (ECIL)
পদের নামTechnical Officer
মোট শূন্যপদ২০০ টি
বেতন২৫,০০০/- থেকে ৩১,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিইন্টারভিউয়ের
স্থানসারা ভারত
ওয়েবসাইটecil.co.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Here

ECIL-তে নিয়োগ ২০২৩ (ECIL Technical Officer Recruitment 2023)

পদের নাম (Post Name)

Electronics corporation Of India Limited তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Technical Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে সবমিলিয়ে মোট ২০০ টি শূন্যপদ আছে। শ্রেণীভিত্তিক শূন্য পদের সংখ্যা নিজের ছকের মধ্যে দেওয়া রয়েছে।

শ্রেণীশূন্যপদের সংখ্যা
UR৮০ টি
EWS২০ টি
OBC৫২ টি
SC৩৩ টি
ST১৫ টি
মোট২০০ টি

শিক্ষাগত যোগ্যতা (ECIL Technical Officer Recruitment 2023 Educational Qualification)

পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে CSE/IT/ECE/EEE/Mech./Electrical/Electronics Engineering -এ B.E/B.Tech Degree। প্রার্থীদের ৬০শতাংশ নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে।

বয়সসীমা (ECIL Technical Officer Recruitment 2023 Age Limit)

ECIL Technical Officer Recruitment 2022 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

ECIL Technical Officer Job Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- থেকে ৩১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা আগে থেকে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ে মধ্যে নির্দিষ্ট ঠিকানা উপস্থিত হতে হবে।

ECIL Technical Officer Recruitment 2023 Apply Online

ইন্টারভিউ স্থান

CED Building, Main Factory, Electronics corporation Of India Limited, ECIL Post, Hyderabad – 500062.

ইন্টারভিউয়ের তারিখ (ECIL Technical Officer Recruitment 2023 Last Date)

আগ্ৰহী প্রার্থীদের এখানে ১১ জানুয়ারি ২০২৩ তারিখ ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে প্রার্থীরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু৩১.১২.২০২২
ইন্টারভিউয়ের তারিখ১১.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

ECIL Technical Officer Job Vacancy 2023 – F.A.Q

ECIL Technical Officer Job Vacancy 2023 তে কত গুলি শূন্যপদ আছে?

ECIL Technical Officer Job Vacancy 2023 তে সবমিলিয়ে মোট ২০০ টি শূন্যপদ আছে।

Electronics Corporation Of India Limited Recruitment 2023 তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো?

Electronics Corporation Of India Limited Recruitment 2023 তে Technical Officer পদে নিয়োগ করা হচ্ছে।

ECIL Technical Officer Recruitment 2023 তে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া তারিখ কত?

ECIL Technical Officer Recruitment 2023 তে ইন্টারভিউ নেওয়া তারিখ হলো ১১ জানুয়ারি ২০২৩।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment