ECIL Vacancy 2022: বিদ্যুৎ দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ এবং ট্রেনিং চলা কালীন বেতনের ব্যাবস্থা

ECIL Vacancy 2022: কেন্দ্রীয় সরকারের তরফে বিদ্যুৎ দপ্তরের (Electronics Corporation Of India Limited) বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করবেন এবং প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এখানে চাকরি প্রার্থীদের কোন কোন ট্রেড নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো পোস্টটি পড়ুন। আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিস দেখুন।

নিয়োগ সংস্থাECL
পদের নামশিক্ষানবিশ
শিক্ষাগত যোগ্যতাITI পাস
মোট শূন্য পদ284 টি
ওয়েবসাইটecil.co.in
স্থানসারা ভারত

ECIL Vacancy 2022

শূন্য পদের বিন্যাসসহ ট্রেড গুলির নাম ~ মোট 284 টি শূন্য পদে নিয়োগ করা হবে।

  • R&AC-10 টি
  • MMV-1 টি,
  • Turner-10 টি,
  • Machinist -10 টি,
  • Machinist (G)-3 টি,
  • MM Tool Maint- 2 টি,
  • COPA- 20 টি,
  • SMW- 1টি,
  • Welder-15 টি,
  • ডিজেল Macanic-3 টি,
  • পেইন্টার- 3 টি,
  • প্লাম্বার- 1টি,
  • কার্পেন্টার- 5 টি,
  • ফিটার- 50 টি,
  • ইলেকট্রিশিয়ান- 50 টি,
  • ইলেকট্রিশিয়ান মেকানিক- 100 টি।

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করা জন্য ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে তাহলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা ~ এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এখানে বয়সের হিসাব ধরা হবে 14.08.2022 তারিখ অনুযায়ী। এখানে চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রশিক্ষণের সময়কাল ~ এখানে প্রশিক্ষণ শুরু হবে 18.08.2022 তারিখ থেকে। প্রশিক্ষণ এক বছরের বছরের হবে।

স্টাইপেন্ড ~ এখানে আবেদনকারীদের উপরে উল্লেখিত MM Tool Maint ট্রেড পর্যন্ত প্রতিমাসে 8050 টাকা এবং আবেদনকারীদের বাকি ট্রেড গুলিতে প্রতিমাসে 7700 টাকা।

আবেদন পদ্ধতি | ECIL Vacancy Apply

ecil vacancy 2022 poster

যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাহলে নিচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম টি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে এবং সমস্ত ডকুমেন্টস যুক্ত করে তা উল্লেখিত ঠিকানা পাঠাতে। সমস্ত ডকুমেন্ট যুক্ত করা আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে তার উপর বড় হাতে লিখতে হবে যে পদে আবেদন করছেন ওই পদের নাম।

আবেদন করার আগে আপনাকে অবশ্যই apprenticeshipindia.gov.in -এই ওয়েবসাইটে রেজিষ্টার করে নিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা সহ তারিখ ~ এখানে আবেদনকারীরা মর্শিরাবাদের Govt.ITI -এর ক্ষেএে 08.08.2022 তারিখে মধ্যে জমা দিতে হবে। এবং Govt.QQS.ITI Girls, Santosh nagar, Saidabad (Mandal), Hyderabad -এর ক্ষেএে 12.09.2022 তারিখে মধ্যে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি | ECIL Vacancy Selection Process

এখানে আবেদনকারীদের ITI কোর্স পাশ করা নাম্বারে উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | Importent Dates And Links

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শেষ তারিখ08.08.2022
এবং
12.08.2022
ফলাফল প্রকাশ20.09.2022
জয়নিং সম্পন্ন17.10.2022
ট্রেনিং শুরু18.10.2022
অফিশিয়াল নোটিসDownload PDF
রেজিষ্টেশন লিঙ্কRegister Here
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment