FCI Recruitment 2022: ভারতীয় সাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসিন্দা অষ্টম শ্রেণী পাস করে অথবা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট চাকরি সুখবর রয়েছে। এখানে চাকরি প্রার্থীদের 4710 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ফুট সাপ্লাই ডিপার্টমেন্ট গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যে সমস্ত বাসিন্দা অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি করতে আগ্রহী তাদের জন্য দারুন সুখবর রয়েছে। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান | Food Corporation of India (FCI) |
পদের নাম | গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 4710 টি |
আবেদন চলবে | জুন মাসের শেষ পর্যন্ত |
স্থান | ভারত |
Food Corporation of India (FCI) Recruitment 2022
পদের নাম ~এখানে চাকরি প্রার্থীদের খাদ্য দপ্তরে (FCI) তরফে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে
- Category ll
- Category lll
- Category lV
এছাড়াও আরো যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো-
- Manager
- Stenographer Grade-ll
- Watchmen
- Typist
- Junior Engineer
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস, অথবা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কিছু পদের ক্ষেত্রে আরো বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
পদের নাম | যোগ্যতা |
---|---|
ম্যানেজার (হিন্দি) | হিন্দি এবং ইংলিশে Master’s degree |
ম্যানেজার | গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং বি.কম |
স্টেনোগ্রাফার গ্রেড-২ | DOEACC graduation with O level qualification |
ওয়াচম্যান | অষ্টম শ্রেণী পাস |
টাইপিস্ট (হিন্দি) | গ্র্যাজুয়েশন এবং হিন্দি টাইপ্পিং স্পীড 30 W.P.M |
জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) | Diploma in Electrical Engineering, Civil Engineering, or Mechanical Engineering |
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের বয়স 18 বছরের বেশি হতে হবে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনী চাকরি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।
বেতন ~ এখানে সমস্ত চাকরিপ্রার্থীদের প্রতিমাসে 23,300 – 64,000/-টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ ~ এখানে 4710 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Category II | 35 টি শূন্যপদ |
Category III | 2521 টি শূন্যপদ |
Category IV | 2154 টি শূন্যপদ |
মোট | 4710 টি শূন্যপদ |
আবেদন পদ্ধতি ( FCI Recruitment 2022 – Apply Process)
যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে সুবিধা রয়েছে চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট fci.gov.in বা recruitmentfci.in -এ গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নিচের অনলাইনে আবেদন লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনার আবেদন করতে পারবেন।
- চাকরি প্রার্থীদের প্রথমে অনলাইনে মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে
- তার পরে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে
- তার পরে চাকরি প্রার্থীদের সমস্ত ব্যক্তিগত ডিটেইলস ফিলাপ করতে হবে অনলাইনে মাধ্যমে ও শিক্ষাগত যোগ্যতা ডিটেইলস ফিলাপ করতে হবে।
- তার পরে চাকরি প্রার্থীদের অনলাইনে মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- সবশেষে চাকরি প্রার্থীদের আবেদনপত্র টি প্রিন্ট আউট করে নিতে হবে।
আবেদন করা সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে ~
- বয়সে প্রমানপএ অথবা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পাসে এডমিট কার্ড
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো কপি
- চাকরি প্রার্থীদের নিজস্ব সিগনেচার
আবেদন মূল্য ~এখানে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে জেনারেল ও OBC চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 250 টাকা দিতে হবে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির (SC/ST/PH) চাকরি প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9.05.2022 তারিখ থেকে আবেদন চলবে জুন মাসের শেষ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (FCI Recruitment 2022 – Selection Process)
এখানে সমস্ত চাকরিপ্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
- চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউ জন্য ডাকা হবে।
- চাকরি প্রার্থীরা ইন্টারভিউ পাস করলে ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক (Importent Dates And Links For FCI Recruitment 2022)
বিষয় | তারিখ |
---|---|
বিজ্ঞপ্তি প্রকাশিত | 09.05.2022 |
আবেদন শুরু | 09.05.2022 |
আবেদন শেষ | 30.06.2022 |
বিষয় | লিঙ্ক |
---|---|
অফিসিয়াল নোটিস | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Click Here |
আরো পড়ুন ~