মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ – মোট ৭২ টি শূন্যপদ | Forest Research Institute Recruitment 2022-23

Forest Research Institute Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ এন্ড এডুকেশনের তরফে Leb Technician, Technician, Technical Assistant সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সবমিলিয়ে মোট 72 টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 19 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। Forest Research Institute Recruitment 2022-23 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাForest Research Institute
পদের নামLeb Technician, Technician, Technician Assistant সহ আরো অন্যান্য
মোট শূন্যপদ72 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅনলাইনে
স্থানসারা ভারত
ওয়েবসাইটfri.icfre.gov.in
টেলিগ্ৰামJoin Here

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ ২০২২-২৩

পদের নাম (Post Name)

Forest Research Institute Recruitment 2022-23 তে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।

  • Lab Technician
  • Technician
  • Technical Assistant
  • Lower Division Clerk
  • Forest Grade
  • Steno Grade ll
  • Store Keeper
  • Driver Ordinary Grade
  • Multi Tasking Staff

মোট শূন্যপদ (Forest Research Institute Job Vacancy)

Forest Research Institute Recruitment 2022-23 তে সবমিলিয়ে মোট 72 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Lab Technician23 টি
Technician06 টি
Technician Assistant07 টি
Lower Division Clerk05 টি
Forest Guard02 টি
Steno Grade ll01 টি
Store Keeper02 টি
Driver Ordinary Grade04 টি
Muliti Tasking Staff22 টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন রয়েছে। কোন পদে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সেটির নিচের ছকের মধ্যে উল্লেখ করা হয়েছে।

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Lab Technicianবিজ্ঞান বিভাগে ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ।
Technicianমাধ্যমিকে, ITI
Technician Assistantগ্র্যাজুয়েশন অথবা তিন বছরের ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাস এবং দু’বছরের ডিপ্লোমা
Lower Division Clerkউচ্চ মাধ্যমিক
Forest Guardউচ্চ মাধ্যমিক
Steno Grade llউচ্চ মাধ্যমিক ও কম্পিউটার কোর্স
Store Keeperউচ্চ মাধ্যমিক
Driver Ordinary Gradeমাধ্যমিক, ড্রাইভিং লাইসেন্স, তিন বছরের অভিজ্ঞতা।
Muliti Tasking Staffমাধ্যমিক ও তিন বছরের অভিজ্ঞতা

প্রতিটি পদের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হলো 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 21 বছর। তাছাড়া এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বেতন (Salary)

এখানে প্রতিটি পদের বেতনের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। যথাক্রমে, পে লেবেল 1,2,3,4 এবং 5 এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Forest Research Institute Recruitment 2022-23 Apply Online)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • তারপর নিজের জাম রেজিষ্টার করুন।
  • অনলাইন আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করুন।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন)।
  • আবেদন সম্পন্ন হলে প্রিন্ট করে রাখুন।

আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

Forest Research Institute Recruitment 2022-23-তে আবেদন করার জন্য ১৫০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST এবং মহিলা পার্সীদের ক্ষেত্রে কোন রকম আবেদনমূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Forest Research Institute Recruitment 2022-23 Last Date)

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ ২০২২-২৩-তে আবেদন করার শেষ তারিখ হলো ১৯ এই জানুয়ারী ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Forest Research Institute Recruitment 2022-23 Selection Process)

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কম্পিউটার টেস্ট, লিখিত পরীক্ষা এবং স্কিল বা ট্রেড টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন এর বিষয় অফিসের বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯.১২.২০২২
আবেদন শুরু২০.১২.২০২২
আবেদন শেষ১৯.০১.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ – মোট ৭২ টি শূন্যপদ | Forest Research Institute Recruitment 2022-23”

Leave a Comment