Free Aadhaar Update: গত ১৫এই মার্চ ঘোষণা করা হয়েছে যে আগামী ৯০দিন পর্যন্ত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর পর্টালে আধার কার্ড সংশোধন করার জন্য কোনো রকম টাকা লাগবে না। এখন ৯০ দিন পর্যন্ত UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আধার কার্ড সম্পূর্ন বিনামূল্যে আপডেট করতে পারবেন। এটি ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই পদক্ষেপের মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিকের উপকার করতে চলেছে। আপনি কিভাবে সম্পূর্ন বিনামূল্যে নিজের আধার কার্ড সংশোধন করবেন তার সম্পূর্ন পদ্ধতি নিচে উল্লেখ করা হয়েছে।

বিনামূল্যে আধার কার্ড সংশোধন (Free Aadhaar Card Update)
UIDAI সম্পূর্ন বিনামূল্যে ভারতীয় নাগরিকদের নিজের আধার কার্ডে নথিগুলি সম্পূর্ন বিনামূল্যে আপডেট করার অনুমতি দিয়েছেন। এই পরিষেবা আপনারা ১৫এই মার্চ থেকে ৯০ দিন পর্যন্ত অর্থাৎ ১৪এই জুন ২০২৩ তারিখ পর্যন্ত উপলব্ধ করতে পারবেন। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা শুধুমাত্র myAadhaar পোর্টালে অনলাইনে আপডেট করার জন্য পাবেন, আপনি যদি আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে নিজের আধার কার্ড সংশোধন করতে চান তাহলে সেক্ষেত্রে ৫০ টাকা দিতে হবে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর অফিসিয়াল মেমো অনুসারে একজন ব্যক্তি তার আদর কার্ডে ২ বার নাম পরিবর্তন এবং ১ বার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। সীমার বাইরে এটি একটি ব্যতিক্রমী ক্ষেত্রে নেওয়া হবে।
বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করার পদ্ধতি
আপনারা নিজের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে myAadhaar এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-তে গিয়ে সম্পূর্ন বিনামূল্যে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন। বিনামূল্যে আধার কার্ড আপডেটের করার সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে খুলুন।
- এরপর নিজের আধার নম্বর প্রবেশ করে আপনার একাউন্ট লগইন করুন।
- আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি ভেরিফাই করুন।
- এরপর Documents Update তে ক্লিক করে সমস্ত তথ্য দেখুন।
- আপনি সঠিকভাবে সমস্ত তথ্য যাচাই করে দেখুন তারপর আপডেট করুন।
- আধার কার্ড আপডেটের পক্রিয়া সম্পন্ন হলে, আপনি আপডেট করা বিবরণ দেখতে পাবেন।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
myAadhaar ওয়েবসাইট | Click Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
টেলিগ্রাম | Join Here |
অন্যান্য খবর | Click Here |
উপসংহার
এই পোস্টের মধ্যে বিনামূল্যে আধার আপডেট করার খবর, আপডেট করার সময়সীমা এবং সম্পূর্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরো বিস্তারিত জানতে myAadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহজ বাংলা ভাষায় পেতে উপেরর দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হন।