Free Ration list March 2023: নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কতো পরিমাণ ও কি কি বিনামূল্যে রেশন দ্রব্য পাবেন এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে। প্রথম যখন Free Ration শুরু হয়েছিল তার তুলনায় এই মাসে কিন্তূ কম রেশন দেওয়া হবে। বিস্তারিত জানতে পুরো খবরটি মনোযোগ সহকারে পড়ুন। আর এই ধরনের আরো খবর পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন।

মার্চ মাসের ফ্রী রেশনের তালিকা (Free Ration list March 2023)
আগের তুলনায় এবার ফ্রী রেশনের পরিমাণ অনেক কমেছে। ২০২৩ সালের মার্চ মাসের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ AAY, PHH, SPHH, RKSY-1 এবং RKSY-2 ক্যাটাগরি রেশন কার্ডে বিনামূল্যে রেশন দ্রব্যের পরিমাণের তালিকা নিচে দেওয়া হয়েছে।
AAY রেশন কার্ডের ফ্রী রেশনের পরিমাণ
আপনার কাছে যদি AAY ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে পরিবারপিছু একদম বিনামূল্যে ২১ কেজি চাল পাবেন এবং পুষ্টিকর আট ১৩ কেজি ৩০০ গ্রাম অথবা গম ১৪ কেজি, দুটির মধ্যে যেকোনো একটি পাবেন। তাছাড়াও আপনারা চাইলে ১ কেজি চিনি নিতে পারবেন ১৩.৫০ টাকা দিয়ে। পরিবারের যতই লোক থাক পরিবারপিছু একই পরিমাণ রেশন দ্রব্য পাবেন।
খাদ্যসামগ্রী | পরিমাণ | দাম |
---|---|---|
চল | ২১ কেজি পরিবারপিছু | বিনামূল্যে |
পুষ্টিকর আট অথবা গম | ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবারপিছু ১৪ কেজি পরিবারপিছু | বিনামূল্যে |
চিনি | ১ কেজি পরিবারপিছু | ১৩.৫০ টাকা/কেজি |
PHH রেশন কার্ডের ফ্রী রেশনের পরিমাণ
যেহেতু যাদের PHH রেশন কার্ড আছে তাদের মাথা মাথাপিছু রেশন দ্রব্য দেওয়া হয় তাই আপনার পরিবারে সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশন পাবেন। এখানে একদম বিনামূল্যে মাথাপিছু ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিকর আট অথবা ২ কেজি গম, এই দুটির মধ্যে যেকোনো একটি পাবেন।
খাদ্যসামগ্রী | পরিমাণ | দাম |
---|---|---|
চল | ৩ কেজি মাথাপিছু | বিনামূল্যে |
পুষ্টিকর আট অথবা গম | ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু ২ কেজি মাথাপিছু | বিনামূল্যে |
SPHH রেশন কার্ডের ফ্রী রেশনের পরিমাণ
PHH ক্যাটাগরির রেশন কার্ডে যে পরিমাণ রেশন দেওয়া হয় SPHH ক্যাটাগরির রেশন কার্ডতে ওই একই পরিমাণ রেশন দ্রব্য দেওয়া হবে। নিচের ছকে পরিমাণ দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী | পরিমাণ | দাম |
---|---|---|
চল | ৩ কেজি মাথাপিছু | বিনামূল্যে |
পুষ্টিকর আট অথবা গম | ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু ২ কেজি মাথাপিছু | বিনামূল্যে |
RKSY-1 রেশন কার্ডের ফ্রী রেশনের পরিমাণ
আপনার যদি RKSY-1 ক্যাটাগরির রেশন কার্ড আছে তাহলে মাথাপিছু ৫ কেজি চাল একদম বিনামূল্যে পেয়ে যাবেন।
খাদ্যসামগ্রী | পরিমাণ | দাম |
---|---|---|
চল | ৫ কেজি মাথাপিছু | বিনামূল্যে |
RKSY-2 রেশন কার্ডের ফ্রী রেশনের পরিমাণ
RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ড থাকলে এই মাসে বিনামূল্যে মাথাপিছু ২ কেজি চাল পাবেন।
খাদ্যসামগ্রী | পরিমাণ | দাম |
---|---|---|
চল | ২ কেজি মাথাপিছু | বিনামূল্যে |
এছাড়া স্থান অনুযায়ী (যেমন: শহর, গ্রাম বা জঙ্গল মহল ইত্যাদি) রেশন দ্রব্যের পরিমাণ কিছু কম বেশি হতে পারে।
আরো পড়ুন: মোবাইলের মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার পদ্ধতি
এই ধরনের আরো খবর পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন।
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ফেসবুক পেজ | Follow |