GK MCQ Bengali: চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর, পর্ব – ১

Jaydeep Mahato

4 April, 2025

GK MCQ Bengali: আপনি যদি কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য খুবই জরুরি। নিচে UPSC, SSC, রেলওয়ে, ব্যাঙ্কিং এবং রাজ্য PSC পরীক্ষায় প্রায়শই জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি তালিকা দেওয়া হল। উত্তরগুলি বোল্ড করে চিহ্নিত করা হয়েছে।

ইতিহাস ও সংস্কৃতি

১. ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সরোজিনী নাইডু
ঘ) মহাত্মা গান্ধী
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

২. পলাশীর যুদ্ধ (১৭৫৭) কাদের মধ্যে সংঘটিত হয়?
ক) ব্রিটিশ ও ফরাসি
খ) ব্রিটিশ ও সিরাজ-উদ-দৌলা
গ) মুঘল ও মারাঠা
ঘ) পর্তুগিজ ও ওলন্দাজ
উত্তর: খ) ব্রিটিশ ও সিরাজ-উদ-দৌলা

৩. সিন্ধু সভ্যতার “লোথাল” স্থানটি কোন রাজ্যে অবস্থিত?
ক) গুজরাট
খ) পাঞ্জাব
গ) রাজস্থান
ঘ) হরিয়ানা
উত্তর: ক) গুজরাট

ভারতীয় রাজনীতি ও সংবিধান

৪. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল:
ক) ২৬ জানুয়ারি ১৯৫০
খ) ১৫ আগস্ট ১৯৪৭
গ) ২৬ নভেম্বর ১৯৪৯
ঘ) ২ অক্টোবর ১৯৫২
উত্তর: গ) ২৬ নভেম্বর ১৯৪৯

৫. ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২১ কোন অধিকারের সাথে সম্পর্কিত?
ক) শিক্ষার অধিকার
খ) জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার
গ) সমতার অধিকার
ঘ) বাকস্বাধীনতা
উত্তর: খ) জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার

৬. ভারতের কেন্দ্রীয় নির্বাহী প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) প্রধান বিচারপতি
ঘ) লোকসভার স্পিকার
উত্তর: খ) রাষ্ট্রপতি

ভূগোল

৭. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
ক) মধ্যপ্রদেশ
খ) রাজস্থান
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তরপ্রদেশ
উত্তর: খ) রাজস্থান

৮. “ডানকান প্যাসেজ” কোথায় অবস্থিত?
ক) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
খ) লক্ষদ্বীপ ও মালদ্বীপ
গ) ভারত ও শ্রীলঙ্কা
ঘ) দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান
উত্তর: ঘ) দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান

৯. কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না?
ক) গুজরাট
খ) ঝাড়খণ্ড
গ) পশ্চিমবঙ্গ
ঘ) কেরল
উত্তর: ঘ) কেরল

অর্থনীতি

১০. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল:
ক) শিল্পায়ন
খ) কৃষি
গ) প্রতিরক্ষা
ঘ) শিক্ষা
উত্তর: খ) কৃষি

১১. ভারতে GST চালু হয়:
ক) ২০১৫
খ) ২০১৭
গ) ২০১৯
ঘ) ২০২০
উত্তর: খ) ২০১৭

১২. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রতিষ্ঠিত হয়:
ক) ১৯৩৫
খ) ১৯৪৭
গ) ১৯৫০
ঘ) ১৯৬৯
উত্তর: ক) ১৯৩৫

বিজ্ঞান ও প্রযুক্তি

১৩. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) ভোল্ট
খ) ওহম
গ) অ্যাম্পিয়ার
ঘ) ওয়াট
উত্তর: গ) অ্যাম্পিয়ার

১৪. পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই-অক্সাইড
ঘ) হাইড্রোজেন
উত্তর: খ) নাইট্রোজেন

১৫. সোনার রাসায়নিক সংকেত কী?
ক) Ag
খ) Fe
গ) Au
ঘ) Cu
উত্তর: গ) Au

পুরস্কার ও সম্মাননা

১৬. নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে?
ক) সি.ভি. রমন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মাদার টেরিজা
ঘ) হর গোবিন্দ খোরানা
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৭. ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “ভারত রত্ন” প্রথম দেওয়া হয়:
ক) ১৯৪৭
খ) ১৯৫৪
গ) ১৯৬২
ঘ) ১৯৭১
উত্তর: খ) ১৯৫৪

১৮. ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন কে?
ক) মালালা ইউসুফজাই
খ) নার্গেস মোহাম্মাদি
গ) কৈলাশ সত্যার্থী
ঘ) মারিয়া রেসা
উত্তর: খ) নার্গেস মোহাম্মাদি

খেলাধুলা

১৯. ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ:
ক) অস্ট্রেলিয়া
খ) ইংল্যান্ড
গ) ভারত
ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর: গ) ভারত

২০. অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে?
ক) পি.ভি. সিন্ধু
খ) অভিনব বিন্দ্রা
গ) নীরজ চোপড়া
ঘ) সাইনা নেহওয়াল
উত্তর: খ) অভিনব বিন্দ্রা

২১. ভারতের জাতীয় খেলা কী?
ক) ক্রিকেট
খ) হকি
গ) কাবাডি
ঘ) ফুটবল
উত্তর: খ) হকি

বর্তমান ঘটনাবলি (২০২৩-২৪)

২২. চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করে:
ক) আগস্ট ২০২৩
খ) জুলাই ২০২৩
গ) সেপ্টেম্বর ২০২৩
ঘ) অক্টোবর ২০২৩
উত্তর: ক) আগস্ট ২০২৩

২৩. ভারতের বর্তমান প্রধান বিচারপতি (২০২৩) কে?
ক) এন.ভি. রমনা
খ) ইউ.ইউ. ললিত
গ) ডি.ওয়াই. চন্দ্রচূড়
ঘ) শরদ অরবিন্দ বোবড়ে
উত্তর: গ) ডি.ওয়াই. চন্দ্রচূড়

২৪. ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল:
ক) নারী ক্ষমতায়ন
খ) ডিজিটাল ইন্ডিয়া
গ) জন ভাগিদারি
ঘ) আত্মনির্ভর ভারত
উত্তর: গ) জন ভাগিদারি

পরামর্শ: SSC CGL, UPSC প্রিলিমস বা IBPS PO-এর মতো পরীক্ষার জন্য স্ট্যাটিক GK (ইতিহাস, ভূগোল, রাজনীতি) এবং মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করুন।

📥 স্টাডি গ্রুপের সাথে শেয়ার করুন! একসাথে পরীক্ষা ক্র্যাক করি! 🚀

Leave a comment