GNM & ANM Exam Important MCQ Mock Test Set-3: প্ৰিয় পরীক্ষার্থীরা, তোমারা যাঁরা GNM এবং ANM পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাঁদের কথা মাথায় রেখে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। যেই প্রশ্ন গুলি আগামী ANM এবং GNM পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য। জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ এককথায় সমস্ত বিষয় থেকে বাছাই করে এই প্রশ্ন গুলো তৈরী করা হয়েছে। তোমার প্রস্তুতি কেমন চলছে সেটা যাচাই করার জন্য আজকের এই কুইজ টিতে অবশ্যই অংশগ্রহণ করো।

ANM ও GNM গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর মক টেস্ট (Set – 3)
নিচে ANM ও GNM গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর মক টেস্ট শুরু করুন এবং ফলাফল জানতে Finish-তে ক্লিক করুন।
#1. আলসার রোগ শরীরে কোন অংশে আক্রান্ত করে ?
#2. ঝুমুর নিচের কোন রাজ্যের লোকনৃত্য ?
#3. পিটুইটারির অগ্রভাগ থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?
#4. সিকিম কত সালে ভারতের অঙ্গরাজ্যের পরিণত হয় ?
#5. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
#6. সিমলিপাল বায়োরিজার্ভ কোথায় অবস্থিত ?
#7. শ্বাসনালীর ওপরে প্রসারিত অংশকে কি বলে ?
#8. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?
#9. অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
#10. মরু অঞ্চলের উদ্ভিদের কি বলা হয় ?
#11. ইউরোপের ককপিট কাকে বলা হয় ?
#12. মানব চোখে আলোর প্রবেশ কে নিয়ন্ত্রণ করে ?
#13. জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
#14. কোন রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কৃত হয় ?
#15. পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাষ্ট্রের সবথেকে বেশি সীমানা আছে ?
#16. উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল -
#17. BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয় ?
#18. অক্সিজেন কে আবিষ্কার করেন ?
#19. মাকড়সার রেচন অঙ্গের নাম কি ?
#20. কোষের মস্তিষ্ক কাকে বলা হয় ?
এই ধরের বিনামূল্যে মক টেস্ট ও চাকরির খাবারের জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |