GNM ANM Question & Answer 2023 Set-1: প্ৰিয় পরীক্ষার্থীরা, কয়েক মাস পরেই রয়েছে ANM GNM ২০২৩ সালের পরীক্ষা। সেই পরীক্ষায় আপনাদের সাফল্যের কথা ভেবে কমনযোগ্য প্রশ্ন ও উত্তর অর্থাৎ ANM GNM QUESTION & ANSWER SET – 1 নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনা করা সমস্ত প্রশ্ন আগামী নার্সিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয় থেকে কমনযোগ্য প্রশ্ন গুলো বাছাই করে এই আর্টিকেল লেখা আছে। তো আর দেরি না করে আপনারা যাঁরা সামনেই পরীক্ষা দেবেন তাঁরা নিজেকে যাচাই করার জন্য আজকের এই কুইজে অবশ্যই অংশগ্রহণ করুন।

#1. কোন প্রাণী কে 'ডেভিল মাছ ' বলা হয় ?
#2. স্ত্রী এডিস মশা বাহিত রোগ কোনটি ?
#3. 'Herbarium of Forest Research Institute' কোথায় অবস্থিত ?
#4. কুমিরের হৃদপিণ্ডে -
#5. Culex Fatigans নিন্মলিখিতগুলির মধ্যে কোন রোগtটি বিস্তার করে ?
#6. তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন তড়িৎ চুম্বকীয় তরল বিকিরিত হয় ?
#7. কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় ?
#8. মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি ?
#9. মানব রক্তে pH এর মাত্রা কত ?
#10. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার ?
#11. ব্যাকটেরিওফাজের 'ফাজ' কথাটির অর্থ কি ?
#12. মেঘলা দিনে শিশির কম পড়ে, কারণ -
#13. রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায় ?
#14. AIDS রোগের ভাইরাস HIV কোন ধরণের নিউক্লিক অ্যাসিড ধারণ করে ?
#15. ভারতের বৃহত্তম 'Central National Herbarium' কোথায় অবস্থিত ?
#16. ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন ?
#17. ক্যাপসিড বিহীন ভাইরাস কে কি বলা হয় ?
#18. সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায় ?
#19. ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত ?
#20. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
এই ধরের বিনামূল্যে মক টেস্ট ও চাকরির খাবারের জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |