ANM GNM গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |Set – 2 | ANM GNM পরীক্ষা ২০২৩ |নার্সিং পরীক্ষা প্রশ্ন ও উত্তর ২০২২

ANM GNM Question & Answer 2023 Set-2: প্রিয় পরীক্ষার্থীরা, কয়েক মাস পরেই রয়েছেANM GNM ২০২৩ সালের পরীক্ষা। সেই পরীক্ষায় আপনাদের সাফল্যের কথা ভেবে কমনযোগ্য প্রশ্ন ওউত্তর অর্থাৎ ANM GNM QUESTION &ANSWER SET – 2 নিয়ে আলোচনা করবো।আজকে আলোচনা করা সমস্ত প্রশ্ন আগামী নার্সিংপরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনবিজ্ঞান এবংভৌতবিজ্ঞান বিষয় থেকে কমনযোগ্য প্রশ্ন গুলো বাছাইকরে এই আর্টিকেল লেখা আছে। তো আর দেরি নাকরে আপনার৷ যাঁর৷ সামনেই পরীক্ষা দেবেন তাঁরানিজেকে যাচাই করার জন্য আজকের এই কুইজেঅবশ্যই অংশগ্রহণ করুন।

ANM GNM Question & Answer 2023 Set-2

ANM GNM Mock Test Set-2

#1. ১৯) রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরি হয় ?

#2. ১১) ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে ?

#3. ২০) নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায় ?

#4. ১৫) কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয় ?

#5. ৪) কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে ?

#6. ৩) এপিক্সিন গ্রন্থির উদাহরণ হল কোনটি ?

#7. ১২) জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কেমন ?

#8. ২) ফুসফুস কি দিয়ে আবৃত থাকে ?

#9. ১৪) C. G. S পদ্ধতিতে জলসাম এর একক কি ?

#10. ৯) গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে -

#11. ৫) পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন কত ?

#12. ১০) গরুর দুধে প্রোটিন থাকে -

#13. ৬) মানুষের মেরুদন্ডে সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কটি ?

#14. ৮) GABA কোন অঞ্চলের স্নায়ুপ্রান্ত থেকে ক্ষরিত হয় ?

#15. ১৮) নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায় ?

#16. ১) আমাদের দেহে যে কলাটির আদিক্য সবচেয়ে বেশি সেটি হল -

#17. ১৩) গাড়ির পেছনের দিকে দৃশ্য দেখার জন্য কি রকম দর্পণ ব্যবহার করা হয় ?

#18. ১৭) CNG এর প্রধান উপাদান কোনটি ?

#19. ১৬)LPG এর প্রধান উপাদান কি ?

#20. ৭) রক্তের সর্বপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কি ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

এই ধরের বিনামূল্যে মক টেস্ট ও চাকরির খাবারের জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment