সরকারি হোস্টেলে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ চলছে, কোনো আবেদন ফী লাগবেনা

Govt Hostel Superintendent Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার DM অফিসে একটি সরকারি হোস্টেলে চুক্তিভিত্তিক ভাবে Superintendent এবং Metron পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাOffice of the District Magistrate, Darjeeling
পদের নামSuperintendent এবং Metron
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)৮০০০/- থেকে ১২,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানদার্জিলিং
ওয়েবসাইটdarjeeling.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

দার্জিলিং সরকারি হোস্টেলে নিয়োগ ২০২৩

পদের নাম

দার্জিলিং জেলার DM অফিসে একটি সরকারি হোস্টেলে চুক্তিভিত্তিক ভাবে যে যে পদে নিয়োগ করানো হবে তা হলো – Superintendent এবং Metron

মোট শূন্যপদ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Superintendent এবং Metron পদে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে Superintendent পদে আবেদন করা জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক পাস করে থাকতে হবে এবং Metron পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Superintendent১২,০০০/-
Metron৮০০০/-

আবেদন পদ্ধতি

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে আবেদন করার সুবিধা না থাকায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখবেন।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Office of the PO-cum, BCW & TD, Siliguri, Shivmandir, P.O. – Kadamtala, District – Darjeeling, PIN- 734011

আবেদনের শেষ তারিখ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৪.০৮.২০২৩
আবেদন শুরু২৪.০৮.২০২৩
আবেদন শেষ১৫.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: darjeeling.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment