পশ্চিমবঙ্গের নতুন স্কলারশীপ, 50,000 টাকা বছরে | GP Birla Scholarship 2022

পGP Birla Scholarship 2022: শ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা উচ্চ মাধ্যমিক পাস করে আছেন তাদের বিরাট বড় সুখবর রয়েছে। জিপি বিড়লা নামে একটি স্কলারশিপ 2022 সালে ঘোষনা করা হয়েছে এখানে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা সুযোগ পাবেন। এখানে আবেদন করলে বছরের 50 হাজার টাকা করে দেওয়া হবে। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিন এবং কি ভাবে আবেদন করলে ছাএ -ছাত্রীরা টাকা পাবেনবিস্তারিত ভাবে নিচে আলোচনা করা রয়েছে।

সংস্থাGP Birla Educational Foundation
স্কলারশিপ নামজিপি বিড়লা স্কলারশিপ
স্কলারশীপ পরিমাণ50,000 টাকা বছরে
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাস
আবেদন শুরুজুলাই মাস আবেদন প্রক্রিয়া শুরু হবে
স্থানপশ্চিমবঙ্গ
Join বাংলাপোর্টাল teligram channel

জিপি বিড়লা স্কলারশিপ 2022 (GP Birla Scholarship 2022)

স্কলারশিপ এর নাম ~ 2022 সালে ঘোষনা করা হয়েছে জিপি বিড়লা স্কলারশিপ।

স্কলারশিপ দেওয়ার সংস্থা ~ এখানে ছাএ – ছাত্রীদের টাকা দেওয়া হবে জিপি বিড়লা স্কলারশিপ ফাউন্ডেশন এর তরফের।

টাকা পরিমাণ ~ 50,000 টাকা করে প্রত্যেকে বছর দেওয়া হবে।

জিপি বিড়লা স্কলারশীপ এর যোগ্যতা (GP Birla Scholarship 2022 eligibility)

যে সকল ছাত্র-ছাত্রী GP Birla Scholarship 2022 আবেদন করতে আগ্রহী তাদের কি কি যোগ্যতার প্রয়োজন তা নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে –

  • পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্ধা হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস হতে হবে 80% নম্বর পেয়ে।
  • আবেদন করা সময় ছাএ – ছাত্রীদের বাৎসরিক আয় হতে হবে 3 লক্ষ্য টাকার নিচে।

জিপি বিরলা স্কলারশিপ আবেদন (GP Birla Scholarship 2022 Apply Online)

যে সমস্ত ছাএ-ছাত্রী GP Birla Scholarship 2022 আবেদন করতে আগ্রহী তারা অব্যশই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। ছাএ- ছাত্রীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নিচে অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনার আবেদন করতে পারবেন এছাড়াও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনপত্র টি ডাউনলোড করে সঠিক ভাবে ফিলাপ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।

আবেদন করা সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • উচ্চমাধ্যমিক পাশ মার্কশিট ও‌ সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • ব্যাংকে পাস বই
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ফটো কপি
  • ভর্তি রসিদ
  • কালার ফটো কপি

আবেদন শুরু ~ GP Birla Scholarship 2022 অনলাইনে জুলাই মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে ছাএ – ছাত্রীরা সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখবেন।ঘখন আবেদন প্রক্রিয়া শুরু হবে সঙ্গে সঙ্গে অনলাইনে মাধ্যমে আবেদন করবেন।

অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ যে সমস্ত ছাএ-ছাত্রী এখানে আবেদন করতে চান তাহলে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং নিচে দেওয়া ঠিকানা আবেদনপত্র আ পাঠাতে হবে- GP Birla Educational Foundation 78,Syed Amir Ali Avenue Kolkata – 700019 (Landmark Calcutta lcc Skating Rink

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

আবেদন শুরু10/07/2022
আবেদন শেষ31/10/2022
আবেদন করুনApply Here
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

GP Birla Scholarship FAQ

জিপি বিড়লা স্কলারশীপ আবেদনের যোগ্যতা কী?

জিপি বিড়লা স্কলারশীপ আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 80% এর সঙ্গে। বার্ষিক আয় 3 লক্ষ্য টাকার কম হতে হবে।

জিপি বিড়লা স্কলারশিপ আবেদন ফর্ম কোথায় পাবো?

জিপি বিড়লা স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্ম পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক উপরে দেওয়া রয়েছে।

জিপি বিড়লা স্কলারশিপ আবেদন শুরু কত তারিখ?

10 জুলাই 2022 থেকে জিপি বিড়লা স্কলারশিপ আবেদন শুরু।

GP Birla Scholarship 2022 last Date কবে?

GP Birla Scholarship 2022 আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31সে অক্টোবর 2022

2 thoughts on “পশ্চিমবঙ্গের নতুন স্কলারশীপ, 50,000 টাকা বছরে | GP Birla Scholarship 2022”

Leave a Comment