গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2022, পদ 8000 টি | Gramin Bank Recruitment 2022

গ্ৰামীণ ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 8000 এর বেশি শূন্য পদে রয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তাদের জন্য বিশাল বড় সখবর। ইতিমধ্যে গ্ৰামীণ ব্যাংকে এই নিয়োগ বিজ্ঞপ্তি lBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে আবেদন পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নেবেন।

নিয়োগ সংস্থাIBPS
পদের নামগ্ৰুপ সি
শিক্ষাগত যোগ্যতাগ্ৰাজুয়েশন পাস
মোট শূন্য পদ8000 শূন্য পদ
আবেদন শেষ তারিখ27.06.2022
স্থানভারত

গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2022 – বিবরণ

পদের নাম ~ ভারতীয় গ্ৰামীণ ব্যাংকে গ্ৰপ সি পদে এবং অ্যাসিস্ট্যান্ট ও RRB 1, RRB 2, RRB 3 পদের সব মিলিয়ে প্রায় এক হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস।গ্ৰাজুয়েশন পাস এর যেকোন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ ~ ভারতীয় গ্ৰামীণ ব্যাংকে সবমিলিয়ে 8000 হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • 1.অ্যাসিস্ট্যান্ট বা সহকারি পদে 4483 টি শূন্য পদ কর্মী নিয়োগ করা হবে।
  • 2.IBPS RRB Officer Scale l- 2676 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
  • 3.lBPS RRB Officer Scale ll- 842 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা।
  • 4.lBPS RRB Officer Scale lll- 80 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা ~ আরআরবি অফিসার স্কেল lll ( সিনিয়র ম্যানেজার)পদে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 21-40 বছর।

  • আরআরবি অফিসার স্কেল ll (ম্যানেজার) পদে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 21-32 বছর।
  • আরআরবি অফিসার স্কেল l (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18-30 বছর।
  • অফিস সহকারী বা অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18-28 বছর।

বেতন ~ এখানে প্রতিমাসে 35,500 থেকে 75,100 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।

ভারতীয় গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2022 – আবেদন পদ্ধতি

যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে সুবিধা রয়েছে। এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে ibps.in এর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের আবেদন করা সময় প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে আবেদনপত্র টি পূরন করতে হবে। আবেদনপত্রটি পূরন করার সময় আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

আবেদন পত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • বয়সে প্রমানপএ
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • চাকরি প্রার্থী নিজস্ব ফটো কপি ও সাদা কাগজের উপর সিগনেচার স্ক্যান করতে হবে।

আবেদন শুরুত্বপূর্ন তারিখ ~ ইতিমধ্যে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 07/06/2022 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলবে 27/06/2022 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত07.06.2022
আবেদন শুরু07.06.2022
আবেদন শেষ27.06.2022
বিষয়
অফিসিয়াল নোটিসClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রামClick Here

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment