গ্ৰিড ইন্ডিয়া কোম্পানিতে মোটা বেতনের চাকরির সুযোগ, আবেদন চলবে ২৩ জুলাই পর্যন্ত

Grid India Executive Trainee Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী গ্ৰিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে Executive Trainee (Finance) পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬০,০০০/- থেকে ১,৮০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাGrid Controller of India Limited (Grid-India)
পদের নামExecutive Trainee (Finance)
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)৬০,০০০ – ১,৮০,০০০/-
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটposoco.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

গ্ৰিড ইন্ডিয়া কোম্পানিতে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম

গ্ৰিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Executive Trainee (Finance)

মোট শূন্যপদ

গ্ৰিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে CA, CMA (ICWA) কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ২৩ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এখানে Executive Trainee (Finance) পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৬০,০০০/- থেকে ১,৮০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

গ্ৰিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে Executive Trainee (Finance) পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে posoco.in অফিশিয়াল ওয়েবসাইটে বা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করা হয়ে গেলে রেফারেন্স জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে বের করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদনের শেষ তারিখ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ জুলাই ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ২৩ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া

এখানে যোগ্য এবং আবেদনকারী প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১১.০৭.২০২৩
আবেদন শুরু১৩.০৭.২০২৩
আবেদন শেষ২৩.০৭.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: posoco.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment