GRSE Recruitment 2022 Kolkata: 249 টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ @gres.in

GRSE Recruitment in Kolkata 2022: Read full artical for How to apply GRSE Recruitment 2022, GRSE Recruitment 2022 Notification, GRSE Recruitment 2022 Qulafication, Age Limit And More About This GRSE Vacancy 2022

পশ্চিমবঙ্গের কলকাতা শহরে 249 টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সব জেলার যোগ্য চাকরিপার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন আবেদন করবেন এবং এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন। GRSE Recruitment in Kolkata তে আবেদন করার আগে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশটি পড়ে নেবেন।

নিয়োগ সংস্থাGRSE
পদের নামশিক্ষানবিশ
শিক্ষাগত যোগ্যতাITI, ডিপ্লোমা, Be এবং B.Tech
মোট শূন্যপদ249
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটwww.grse.in
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
GRSE Recruitment 2022
CRSE Recruitment 2022

GRSE Recruitment 2022 Notification

পশ্চিমবঙ্গের বেকার যুব যুবতীদের জন্য বিরাট সুখবর। GRSE Vacancy 2022 In Kolkata বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। GRSE Recruitment in Kolkata সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আবেদন করার আগে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশটি পড়ে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা | GRSE Recruitment 2022 Qulafication

এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে এবং প্রত্যেকটি শূন্যপদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এক কথায় বলতে ITI, ডিপ্লোমা, Be এবং B.Tech এগুলির মধ্যে যেকোনো একটি থাকলেই আবেদন করতে পারবেন। আরো জানতে বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা | GRSE Vacancy Kolkata Age Limit

এখানে 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়সসীমা ও বয়স ছাড়ের সম্পর্কে জানতে বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি | GRSE Recruitment Kolkata 2022 Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথাকে আপনাকে grse.in ওয়ে সাইটে যেতে হবে এবং সেখান থেকে অনলাইনে আবেদন করতে হবে। নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে আবেদন পদ্ধতি দেখানো হলো –

  • প্রথমে grse.in ওয়েবসাইট খুলুন।
  • এরপর সাইটের নিচেরদিকে যান।
  • সংবাদ বিভাগের কল লিঙ্ক এ যান।
  • নির্দেশাবলী পড়ুন।
  • Start তে ক্লিক করুন।
  • সঠিক তথ্য দিয়ে রেজিষ্টার করুন।
  • রেজিষ্টার সম্পন্ন হলে লগইন আইডি এবং পাসওয়ার্ড পাবে।
  • এরপর আবেদন পত্রটি খুলবে।
  • আবেদন ফর্ম ফিলাপ কারুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করুন।
  • এরপর আবেদনটি সাবমিট করুন।
  • প্রয়োজনের জন্য প্রিন্ট আউট বের করুন।

নিয়োগ পদ্ধতি | GRSE Recruitment Kolkata 2022 Selection Process

এখানে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর পরীক্ষায় সফল হওয়া পর্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

তারিখ ও লিঙ্ক | GRSE Apprentices Vacancy Kolkata 2022 Dates & Links

বিজ্ঞপ্তি প্রকাশিত24.07.2022
আবেদন শুরু24.07.2022
আবেদন শেষ08.07.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটgrse.in
আমাদের টেলিগ্রামJoin Here

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment