বেতন শুরুতেই ২২ হাজার! উচ্চ মাধ্যমিক পাসে লাইব্রেরীতে চাকরি, জেনেনিন আবেদন করার পদ্ধতি

GTA Librarian Recruitment 2023: দার্জিলিং জেলার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন পক্ষ থেকে Librarian পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ২১ টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১২ মে ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয়, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা।

নিয়োগ সংস্থাGorkhaland Territorial Administration, Office of the Local Library Authority
পদের নামLibrarian
মোট শূন্যপদ২১ টি
বেতন (₹)২২,৭০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানদার্জিলিং, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটdarjeeling.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

উচ্চ মাধ্যমিক পাসে লাইব্রেরীয়ান পদে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

দার্জিলিং জেলার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন পক্ষ থেকে Librarian পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Darjeeling District GTA Librarian Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ২১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স পাস সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীদের নেপালি ভাষায় জ্ঞান থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ২২,৭০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

GTA Librarian Recruitment 2023 12th pass Job Vacancy

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পূরণ করা আবেদনপত্র স্ক্যান করে reclibdarjeeling23@gmail.com তে ইমেইল করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম আবেদন মূল্যের কথা উল্লেখ করা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ১২ মে ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে কম্পিউটার টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৮.০৪.২০২৩
আবেদন শুরু১৮.০৪.২০২৩
আবেদন শেষ১২.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.