Guest Lecturer Recruitment In Purulia District Institute 2022: পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার কলেজে গেস্ট টিচার পদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করা সুযোগ পাবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | District Institute Of Education & Traning |
পদের নাম | Guest Lecturer |
শিক্ষাগত যোগ্যতা | পোস্ট গ্র্যাজুয়েট |
মোট শূন্যপদ | 3 টি |
স্থান | পুরুলিয়া জেলায় |

Guest Lecturer Recruitment In Purulia District Institute 2022
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – গেস্ট টিচার।
মোট শূন্যপদ ~ এখানে চাকরি প্রার্থীদের বাংলা 1 টি শূন্য পদ রয়েছে, ইংরেজি 1 শূন্য পদ রয়েছে,অংক 1 টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ~ Guest Lecturer Recruitment In Purulia District Institute 2022 তে আবেদন করার জন্য সায়েন্স/সোশাল সায়েন্স/আর্টস/হিউম্যানিটি তে কমপক্ষে 50% নাম্বার সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং M.Ed/M.A (Education)/M.El.,Ed তে 50% নম্বার প্রয়োজন। এছাড়াও 5 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন ~ চাকরি প্রার্থীদের প্রতি ক্লাসে 400 টাকা করে দেওয়া হবে। ক্লাসের সময়সীমা রয়েছে এক ঘন্টা।
আবেদন পদ্ধতি (Purulia District Institute Guest Lecturer Recruitment 2022 Apply Process)
যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা আবেদনপত্র টি ফিলাপ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সুংযুক্ত করে সেটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা জমা দিতে হবে। চাকরি প্রার্থীরা খামের ওপর বড় হাতে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমানপএ।
- এক কপি বায়োডাটা।
- পাসপোর্ট সাইজের কালার ফটো।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~ Office of the DlET (Main Campus),Bongabari, Purulia,Pin – 723147
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ~ চাকরি প্রার্থীরা 22.07.2022 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
নিয়োগ পদ্ধতি (Guest Lecturer Recruitment Purulia 2022 Selection Process)
Guest Lecturer Recruitment Purulia 2022 তে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতা নাম্বারে উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান ~ পুরুলিয়া জেলার অবস্থিত District lnstitute of Education & Training (D.l.E.T) সেন্টারে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Guest Lecturer Recruitment Purulia 2022 Dates & Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 11.07.2022 |
আবেদন শুরু | 11.07.2022 |
আবেদন শেষ তারিখ | 22.07.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম লিঙ্ক | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- কেন্দ্র সরকারের তরফ থেকে সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- কলকাতা সাস্থ্য দপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ 2022
2 thoughts on “জেলা কলেজে গেস্ট টিচার পদে নিয়োগ ২০২২ |Guest Lecturer Recruitment 2022 Purulia”