Guest Teacher Jobs Vacancy: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সরকারি মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ, কোনো আবেদন ফী লাগবেনা

No Comments

Photo of author

By Joydeep

Guest Teacher Job Vacancy 2023 Uttar Dinajpur: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার সরকারি মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাGovernment Model School Uttar Dinajpur
পদের নামGuest Teacher
মোট শূন্যপদবিভিন্ন
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডইন্টারভিউ
স্থানউওর দিনাজপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটuttardinajpur.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

সরকারি মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ ২০২৩ (Guest Teacher Recruitment 2023 Uttar Dinajpur)

পদের নাম

এখানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সরকারি মডেল স্কুলে যে পদে নিয়োগ করানো হবে সেটি হল – গেস্ট টিচার (Guest Teacher)।

মোট শূন্যপদ

অফিসের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোন শূন্য পদের সংখ্যা উল্লেখ নেই। এখানে যথাক্রমে ভূগোল, গণিত, ভৌতবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে গেস্ট টিচার নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.ED সহ Retired Graduate বা Post Graduate শিক্ষক হতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসেব ধরা হবে ০১.০৭.২০২৩ তারিক অনুযায়ী।

বেতন

Government Model School Uttar Dinajpur এর বেতন কাঠামোর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

Uttar Dinajpur Guest Teacher Recruitment 2023-তে আলাদাভাবে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউস্থানে উপস্থিত হতে হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলো নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদার সম্পর্কিত সমস্ত নথিপত্র।
  • ২ কপি ছবির।
  • PP
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সহ 01 সেট সমস্ত প্রশংসাপত্রের ফটোকপি।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে কোনরূপ আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।

নির্বাচন প্রক্রিয়া

উত্তর দিনাজপুর জেলার সরকারি মডেল স্কুলে গেস্ট টিচার পদে আবেদন কারী প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

ইন্টারভিউর স্থান

Office of the District Inspector of Schools, Uttar Dinajpur, District Collectorate, 2nd Floor.

ইন্টারভিউর তারিখ

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৭এই নভেম্বর উপরে উল্লিখিত ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪.১০.২০২৩
আবেদন শুরু০৭.১১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: uttardinajpur.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a comment